কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলা প্রানিসম্পদ ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলা প্রানিসম্পদ ও ভেটেরিনারী হাসপাতাল চত্বরে সহকারী কমিশনার (ভূমি) মো: ইব্রাহীমের সভাপতিত্বে বক্তব্য রাখেন; উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা: মুশতাকুর রহমান,উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা: মোহাম্মাদ উসমান গণি, উপজেলা কৃষি কর্মকর্তা মুখছেদুল হক প্রমূখ।
প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা নবী হোসেনের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম শিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মইনুর রহমান মনির, উপজেলা পরিবার পরিকল্পা কর্মকর্তা সাইদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: লিয়াকত আলী খান, আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান মতি প্রমুখ। এ মেলায় বিভিন্ন প্রদর্শনীর স্টল বসে। এতে বিভিন্ন প্রজাতির গরু, ছাগল, ভেড়া, গাড়ল, ঘোড়া, মহিষ, মুরগী, খরগোশ, কুকুর ও কবুতরসহ বিলুপ্তপ্রানী প্রদর্শন করা হয়। দিনব্যাপি মেলার শেষে বিকালে আলোচনা ও পুরস্কার বিতরণসহ নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে প্রদর্শনীর সমাপ্তি হয়।