শিক্ষা

আপাতত বাতিল হচ্ছে না ঢাবির ‘ঘ’ ইউনিট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়ায় সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিট বাদ দেয়া নিয়ে আলোচনা-সমালোচনার পর আপাতত এটি বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে ডিনস কমিটি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয় সংলগ্ন লাউঞ্জে ডিনস কমিটির বুধবারের (১৬ ফেব্রুয়ারি) সভায় এ সিদ্ধান্ত হয়। সভা শেষে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক জিয়া রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গতকাল ডিনস সাব কমিটির মিটিং ছিল। সেখানে আমি ‘ঘ’ ইউনিট রাখার পক্ষে মত দিয়েছিলাম। আজ কমিটির সভায় সার্বিক বিষয় বিবেচনা করে সর্বসম্মতিক্রমে চলতি ২০২১-২২ সেশনে ‘ঘ’ ইউনিট রাখার সিদ্ধান্ত হয়েছে। বিকেলে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির সভায় এটি চূড়ান্ত হবে।

পরবর্তী সময়ে এই ইউনিট থাকবে কি-না বা কোন প্রক্রিয়া অনুসরণ করা হবে সেটা আলোচনার মাধ্যমে ঠিক করা হবে, যোগ করেন ড: জিয়া।

সভায় উপাচার্য অধ্যাপক ড: মো: আখতারুজ্জামানের সভাপতিত্বে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড: এএসএম মাকসুদ কামালসহ বিভিন্ন অনুষদের ডিন এবং ইনস্টিটিউটের পরিচালকরা উপস্থিত ছিলেন।

এর আগে ভর্তির চাপ কমাতে ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষা তুলে দেয়ার পক্ষে মতামত দিয়েছিলেন উপাচার্য। তবে, ঘ-ইউনিটের পরীক্ষা তুলে দেয়াকে ঢাকা বিশ্ববিদ্যালয় আইনের সাথে সংঘর্ষিক বলেন অনুষদের শিক্ষকরা।

অনুষদটির ডিন বলেন, এই পরীক্ষা সময় উপযোগী। অন্তত চলতি শিক্ষাবর্ষে ঘ-ইউনিটের পরীক্ষা রাখার পক্ষে অনুষদ প্রধান। সব বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষা দেয়ার সুযোগ রয়েছে। আছে বিভাগ পরিবর্তনের সুযোগ। ক, খ ও গ ইউনিটের শিক্ষার্থীদের জন্য দ্বিতীয়বার ভর্তির পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ-ইউনিটের মাধ্যমে।

গতকাল অবশ্য উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বলেছিলেন, খ আর ঘ ইউনিটের পরীক্ষার ধরণ এক হওয়ায় শিক্ষার্থীদের কথা ভেবেই, এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

উল্লেখ্য, ৭ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির বিশেষ সভায় ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ঘ-ইউনিট বাদ দিয়ে চারটি ইউনিটের (ক, খ, গ ও চ) অধীনে ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়।

Author

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত সংবাদ

Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker