“পুষ্টি মেধা দারিদ্র বিমোচন, প্রাণি সম্পদ প্রদর্শনের আয়োজন” এই প্রতিপাদ্যে প্রানিসম্পদ মেলা অনুষ্ঠিত হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে। সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের আয়োজনে ডেইরী উন্নয়ন প্রকল্প, মৎস্য এবং প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের সহযোগীতায় ভেটেনারি হাসপাতাল চত্তরে এ মেলা অনুষ্ঠিত হয়।
জেলা প্রাণি সম্পদ প্রশিক্ষণ কর্মকর্তা নুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, সাবেক এমপি ইমদাদুল হক, পঞ্চগড় জেলার কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক ডা: অমল কুমার রায়, উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম, উপজেলা প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা: পলি শারমিন প্রমূখ।
দিনব্যাপী মেলায় ২৫টি ষ্টলে ঘোড়া, পাখি, গরু, ছাগল, মহিষ, হাঁস মুরগিসহ কয়েকটি প্রজাতির প্রাণি প্রদর্শণ করেন খামারিরা।