এইচ এম আব্দুল্লাহ আল মাহবুব, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জে গত ২৪ ঘন্টায় ২৭৩ জনের নমুনা পরীক্ষা করে জেলায় সর্বোচ্চ ১১৯জনের শরীরে কোভিড-১৯ (করোনা ভাইরাসের) সংক্রমণ সনাক্ত হয়েছে। নতুন আক্রান্তের হার ৪৩.৫৯%।
এই ১১৯ জন সহ জেলায় কোভিড-১৯ (করোনা ভাইরাসে) সনাক্তের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ৬০৮ জনে।
সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: সৌমিত্র বসাক এতথ্য নিশ্চিত করে জানান, নতুন সনাক্ত ১১৯ জনের মধ্যে সদরে ৬৫ জন, বেলকুচিতে ৪ জন, উল্লাপাড়ায় ১০ জন, রায়গঞ্জে ১৩ জন, কামারখন্দে ১০ জন, কাজিপুরে ১১ জন, তাড়াশে ৪ জন ও চৌহালীতে ২ জন।
সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে ২৭৩ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে ১১৯ জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।
এপর্যন্ত জেলায় সর্বমোট সনাক্ত ৪ হাজার ৬০৮ জন। সর্বমোট সুস্থ হয়েছেন ৪ হাজার ৪৬৮ জন। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩২ জনের।