চলমান পরীক্ষা নেয়ার দাবীতে রাজশাহীতে মানববন্ধন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ শনিবার সকাল ১০ টায় নগরীর সাহেব বাজার এলাকায় শিক্ষার্থীরা ব্যানার নিয়ে এ মানববন্ধন করেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত কোর্সের চলমান পরীক্ষাগুলো দ্রুত নেওয়ার দাবী জানান। এ সময় বিভিন্ন প্লেকার্ড হাতে নিয়ে শ্লোগান দেন তারা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, স্বাস্থ্যবিধি মেনে আমরা পরীক্ষাগুলো দিতে চাই। এর আগেও করোনার কারনে দুই বছর আমাদের জীবন থেকে হারিয়ে গেছে। তাই তারা আর চাইনা এভাবে জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের আবারও হয়রানি করুক। যে ভাবে রুটিন হয়েছে সেই অনুযায়ী পরীক্ষাগুলি নেওয়ার জোর দাবী করা হয়।