কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ করোনা টিকার বুস্টার ডোজ গ্রহণ করেছেন। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুরে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টিকা কেন্দ্র থেকে তিনি টিকা গ্রহণ করেন।
সংসদ সদস্য নূর মোহাম্মদের টিকা নেয়ার সময় উপস্থিত ছিলেন- স্বাস্থ্য বিভাগের পরিচালক (অব:) ডা: আব্দুল মুক্তাদির ভূঞা বাচ্চু, বীরমুক্তিযোদ্ধা তুলসী কান্তি রাউত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: তাজরীনা তৈয়ব, কটিয়াদী মডেল থানার ওসি এস এম শাহাদাত হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি ও কটিয়াদী বাজার বণিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা, কটিয়াদী পৌর আওয়ামী যুবলীগের সভাপতি জাহিন শাহরিয়ার ইমরান প্রমুখ।