স্বামী সৃজিত মুখার্জি ও মেয়ে আইরার পর করোনায় আক্রান্ত হলেন রাফিয়াত রশিদ মিথিলা। গতকাল শুক্রবার এই অভিনেত্রীর করোনা পজিটিভ আসে। আজ শনিবার দুপুরে বিষয়টি জানান মিথিলা নিজেই।
রাফিয়াত রশিদ মিথিলা বলেন, ‘কয়েক দিন ধরেই করোনার লক্ষণ দেখা দেয়। বৃহস্পতিবার নমুনা পরীক্ষা করালে শুক্রবার পজিটিভ রিপোর্ট আসে।’
মিথিলা জানান, এই মুহূর্তে তাঁর হালকা ঠাণ্ডা ও কাশি ছাড়া তেমন কোনো শারীরিক সমস্যা হচ্ছে না। তবে দ্রুত করোনামুক্ত হওয়ার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।