লালমনিরহাটে প্রথমবারের মত পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের সময় শরীরে ক্যামেরা চালুর শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩ জানুয়ারি) বিকেলে জেলা শহরের প্রাণ কেন্দ্র মিশন মোড়ে লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা, বিপিএম, পিপিএম ট্রাফিক পুলিশের মাঝে ক্যামেরা প্রদানের মধ্য দিয়ে বডিওর্ন ক্যামেরার শুভ উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধন অনুষ্ঠানে পুলিশ সুপার আবিদা সুলতানা বলেন, বিভিন্ন সময় পুলিশ দায়িত্ব পালনকালে বিভিন্ন অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়। এই অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং পুলিশ সদস্যরা যাতে সতর্কতার সাথে ডিউটি করতে পারে এ জন্য বর্তমান আইজিপি ড: বেনজির আহমেদ, বিপিএম (বার) বডিওর্ন ক্যামেরা চালুর উদ্যোগ গ্রহণ করেছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) মারুফা জামাল এবং টিআই সাদাকাতুল বারী, ট্রাফিক সার্জেন্ট মুস্তাফিজুর রহমানসহ ট্রাফিক বিভাগের কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ।