চিত্রনায়িকা মাহিয়া মাহি যখন ওমরাহর জন্য মক্কায় অবস্থান করছিলেন, তখন দেশে ভাইরাল হয় একটি কলরেকর্ড। যেখানে কথা বলতে শোনা যায় সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান, মাহি ও নায়ক ইমনকে।
ওই ঘটনায় দেশজুড়ে বিতর্কের ঝড় উঠেছিল। এতে মুরাদের মন্ত্রিত্ব চলে যায়। এ ঘটনায় মাহি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। এ জন্য দেশে ফিরে কাজ শুরু করেননি। কদিন আগে বিতর্কিত নির্মাতা চয়নিকার চৌধুরীর ‘কাগজের বউ’ নামে একটি ওয়েব ফিল্মে কাজ করার কথা ছিল তার। এতে ইমনও রয়েছে। তবে মাহি অসুস্থতার কথা বলে কাজটি করেননি। তার জায়গায় নেয়া হয় আরেক বিতর্কিত চিত্রনায়িকা পরীমনিকে।
এদিকে, মাহি ‘বুবুজান’ নামে একটি সিনেমায় অভিনয়ের মাধ্যমে কাজ শুরু করছেন। সিনেমাটির জন্য আগেই শিডিউল দিয়ে রেখেছিলেন। আগামী ২৭ ডিসেম্বর থেকে এফডিসিতে তিনি কাজ শুরু করবেন। শামীম আহমেদ রনি সিনেমাটি নির্মাণ করছেন। এটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া। একটানা শুটিংয়ের মাধ্যমে সিনেমাটির কাজ শেষ হবে।