বিজয়ী মেম্বার আব্দুল মালেক বলেন, জনগন আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। আমি বিজয় পেয়েছি। এখন ওয়ার্ড’বাসীর সেবায় নিজেকে নিয়োজিত করলাম। সাধারণ মানুষের কল্যানে যেকোন সহযোগীতায় পাশে থাকবো ইনশাআল্লাহ। সোমবার বিকালে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার বিজয় মিছিলে শেষে এসব কথা বলেন।
জানা যায়, আসন্ন ২৬ডিসেম্বর ইউপি নির্বাচনের ডোয়াইল ইউপির ১নং ওয়ার্ডের ফুটবল প্রতীকের মেম্বার প্রার্থী আব্দুল মালেক- ১ হাজার ১শত ১১টি ভোট পেয়ে চার জন প্রার্থীকে পরাজিত করে জয়যুক্ত হন। এই বিজয় উপলক্ষে ২৭ ডিসেম্বর বিকালে ঢোল-তবলা, ব্যানপাট্টি নিয়ে বিজয় বিজয় মিছিল করেন। ওয়ার্ডের চরবালিয়ার, চরহাটবাড়ী, টাংগাইল রাজিবদিয়ার এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। বিভিন্ন এলাকার ভোটাররা ফুল এবং টাকা দিয়ে তৈরি করা ফুলের মালা পরিয়ে তাকে অভিনন্দন জানান।
এসময় আনন্দ বিজয় মিছিলে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সহ-সম্পাদক কে এম রফিকুল ইসলাম, ১নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ বাচ্চু, সোহেল রানা, আজিজ মন্ডল, আব্দুল কিনা মন্ডল, শাহজাহান মন্ডল, সুলতান মাহমুদ, রিপন মিয়া, মিজানুর রহমান বাবু, ওয়ার্ড ছাত্রলীগের (সভাপতি প্রার্থী) মাসুদ রানা, সুমন মিয়া, ফরিদ মিয়া, শাকিল মিয়াসহ শতশত জনগন।