কালিয়াকৈরে এক যুবকের আত্মাহত্যার মাকে চিঠি লিখেছেন। নিহত ঐ যুবকের নাম আবু বকর উরফে শামসুল (২০) সে মানিকগঞ্জের সিংগাইর থানার কাশেমনগর এলাকার মৃত তালুক আলীর ছেলে।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ট্রাক ষ্টেশন এলাকা থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২২ ডিসেম্বর) সকালে কালিয়াকৈর থানা পুলিশ নিহত শামসুলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। তবে ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। সেই চিরকুট টি নিহত যুবক তার মাকে উদ্দেশ্য করে লিখেছেন বলে জানাযায়।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত দেড় মাস ধরে সামসুল কালিয়াকৈর উপজেলার ট্রাক স্টেশন এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান দুলাল উদ্দিনের বাসায় ভাড়া নেন। সেখানে ভাড়া থেকে মেসার্স সাহা অ্যান্টারপ্রাইজ নামে একটি সিলিন্ডার বাহী পিকআপ চালাতেন। প্রতিদিনের মতো মঙ্গলবার (২১ ডিসেম্বর) তিনি তার তিন সহযোগীর সঙ্গে এক কক্ষে শুয়ে পড়ে। পরে সবাই ঘুমিয়ে পড়লে রাতের কোনো একসময় তিনি বাইরে থেকে ওই কক্ষে তালা ঝুলিয়ে দেন।
এদিকে বুধবার (২২ ডিসেম্বর) গলায় রশি বেঁধে ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে কালিয়াকৈর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। এ সময় তার পাশ থেকে মাকে লেখা একটি চিরকুট উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম (পিপিএম) জানান, নিহতের ঝুলন্ত মরদেহ উদ্ধার ও একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। তবে কেন এ ঘটনা ঘটেছে তার কারণ জানা যায়নি।