ঠাকুরগাঁওয়ে বর্ণিল আয়োজনে প্রাক বড়দিন উদযাপন করা হয়েছে।
রবিবার দুপুরে কালভেরী ব্যাপিষ্ট ট্রাস্ট ও কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আয়ােজনে উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের আওতায় সদর উপজেলার মোলানখুরীতে শিশুদের নিয়ে কেক কেটে যীশু খ্রীস্টের জন্মদিন উৎসব পালন করেন সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাড অরুণাংশু দত্ত টিটো।
এসময় বেসরকারি সংস্থা হিড বাংলাদেশের নির্বাহী পরিচালক মাে: আনােয়ার হােসেন, কালভেরী ব্যাপিস্ট ট্রাস্ট এর পরিচালক ডা: সুবির খিয়াং বাবু, রাজাগাঁ ইউপি চেয়ারম্যান মোশারুল ইসলাম সরকার, বড়গাঁ ইউপি চেয়ারম্যান প্রভাত কুমার সিংহ, গ্রুপ ফর হিম এর পরিচালক কবিতা হোসেন, হিড বাংলাদেশের মাইক্রোফিন্যান্স প্রোগ্রাম এর এরিয়া ম্যানেজার দীল ইসলাম, কালভেরী ব্যাপিস্ট ট্রাস্ট এর পিডিএ কোঅর্ডিনেটর সুবাস কুমার দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
শেষে শিশুদের পরিবেশনায় মনােজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।