ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানা পুলিশ শাহিন (৫৫) নামে ধর্ষন মামলার এক আসামীকে গ্রেফতার করেছে।
শনিবার মধ্যরাতে উপজেলার সুর্যপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। শাহিন ওই গ্রামের মৃত মজিবরের ছেলে।
রবিবার তাকে জেল হাজাতে পাঠানো হয়েছে।
পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, শাহিনের বিরুদ্ধে একই এলাকার এক তরুনী গত ১০ নভেম্বর আদালতে ধর্ষন মামলা দায়ের করেন। সেই মামলায় তাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।