আসন্ন ২৮ নভেম্বর, কালিয়াকৈর পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের কালিয়াকৈর উপজেলা ও পৌর শাখার আয়োজনে সেচ্ছা সেবক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোর এলাকায় পৌর আ’লীগের দলীয় কার্যলয়ে আওয়ামী সেচ্ছাসেবক লীগের উপজেলা শাখার সভাপতি মাহবুবুর রহমান বাবুলের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আজমত হোসেনের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন মৃধা( জজ), বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মোশাররফ হোসেন ভূইয়া, বীর মুক্তিযুদ্ধা ওহাব মিয়া, পৌর আ’লীগের সাবেক যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম তুষার, পৌর যুব মহিলা লীগের আহ্বায়ক রুপালি আক্তার রুপা, উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিনসহ আরো উপস্থিত ছিলেন, আ’লীগের সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মী বৃন্দ।
এসময় আসন্ন ২৮ নভেম্বররের নির্বাচনে নৌকা প্রতীকের সাথে কাজ করার সকলের প্রতি আহ্বান জানান।