“বঙ্গবন্ধুর দর্শন-সমবায়ে উন্নয়ন” এই স্লোগানে কিশোরগঞ্জের কটিয়াদীতে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুর ১২টায়, কটিয়াদী উপজেলা পরিষদ গেইট থেকে র্যালি বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহী অফিসার জ্যোতিশ্বর পালের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সা: সম্পাদক গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম শিকদার, উপজেলা সমবায় অফিসার মো: সাজ্জাদ হোসেন খান, সাংবাদিক সারোয়ার হোসেন শাহীন, সাবেক ভিপি দুলাল বর্মনসহ আরো অনেকে।
সঞ্চালনায় করেন ডা: আ: মান্নান মহিলা কলেজের প্রভাষক শামসুজ্জামান সেলিম।