কিশোরগঞ্জের কটিয়াদীতে তেলবাহী ট্রাক, সিএনজিচালিত অটোরিক্সা ও মোটর সাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মো: মাসুদ রানা (৩৫) নামে একজন যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত মো: মাসুদ রানা মোটর সাইকেল আরোহী ছিলেন। শুক্রবার (৫ নভেম্বর), সকাল সাড়ে ১০টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের মধ্যপাড়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত মো: মাসুদ রানা কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের বানিয়াগ্রামের মো: মোতালেব মিয়ার ছেলে। তিনি নোয়াখালীতে ব্যবসা করতেন।
স্থানীয় সূত্র জানায়, মো: মাসুদ রানা বানিয়াগ্রাম বাজার হতে মোটর সাইকেল যোগে পার্শ্ববর্তি পাকুন্দিয়া উপজেলার পুলেরঘাট যাচ্ছিলেন। পথে মধ্যপাড়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় সিএনজিচালিত অটোরিক্সার সাথে মোটর সাইকেলটির ধাক্কা লাগলে বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেল আরোহী মো: মাসুদ রানা গুরুতর আহত হন। তাকে দ্রুত উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কটিয়াদী হাইওয়ে থানার ইনচার্জ তৌফিকুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তেলবাহী ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।