সখিপুর উপজেলার সেচ্ছাসেবী সংগঠন, আর্ত সন্ধান ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। আর্ত সন্ধান ব্লাড ফাউন্ডেশন, সখিপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চলে এ কার্যক্রম দীর্ঘদিন ধরে করে আসছে।
এরই ধারাবাহিকতায় পাথারপুর জনতা উচ্চ বিদ্যালয়ে আজ মঙ্গলবার সকাল ১০ টা থেকে শুরু করে দিনব্যাপী রক্তের গ্রুপ নির্ণয়ের কাজ চলছে।
সেখানে উপস্থিত ছিলেন, সখিপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান, জনাবা লুৎফা আনোয়ার, আর্ত সন্ধান ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি বশির উদ্দিন আশিকসহ আর্ত সন্ধান ব্লাড ফাউন্ডেশনের কার্যকরী, সম্মানিত ও বিভিন্ন ইউনিটের প্রায় সকল সদস্য।
এ প্রসঙ্গে জানতে চাইলে সখিপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জনাবা লুৎফা আনোয়ার বলেন, আর্ত সন্ধান ব্লাড ফাউন্ডেশন, রক্তের প্রয়োজন এমন মুমূর্ষু রোগীর পাশে থাকে এবং নানাবিধ সামাজিক কর্মকান্ড পরিচালনা করে থাকে। আমি এই সংগঠনের জন্য দোয়া করি, যাতে সখিপুরের মধ্যে শ্রেষ্ঠ সেচ্ছাসেবী সংগঠন হিসেবে গঠে উঠে।
আর্ত সন্ধান ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি বশির উদ্দিন আশিক বলেন, মা ও শিশু কেয়ার ক্লিনিক, সখিপুর এর সার্বিক সহযোগিতায় আজ আমাদের সংগঠনের পক্ষ থেকে পাথারপুর জনতা উচ্চ বিদ্যালয়ে আশে পাশে সকল এলাকার মানুষের বিনামূল্যে রক্ত পরীক্ষার উদ্যোগ নিয়েছি।
বশির উদ্দিন আশিক আরো বলেন, সখিপুরে কোন রোগী যাতে রক্তের অভাবে মারা না যায়,এজন্য বিনামূল্য রক্তের গ্রুপ পরীক্ষা সখিপুরের প্রত্যেক গ্রামে গ্রামে করার চিন্তা রয়েছে, ইতিমধ্যে প্রায় প্রত্যেকটি ইউনিয়নে আমাদের কার্যকম শুরু হয়ে।