এনসিটিবির বাইরে অন্য বই পাঠ্যভুক্ত করলে আইনগত ব্যবস্থা
একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য নতুন সংস্করণের বই বাজারজাতকরণের ঘোষণা
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) তাদের প্রকাশিত বইয়ের বাইরে অন্য কোনো লেখক বা প্রকাশকের বই পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত না করতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সতর্ক করেছে। যদি কোনো প্রতিষ্ঠান এই নির্দেশ অমান্য করে, তবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।
নতুন বই ও সতর্কীকরণ
রবিবার (৩১ আগস্ট) এনসিটিবির সচিব অধ্যাপক সাহতাব উদ্দিন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের একাদশ ও দ্বাদশ শ্রেণির জন্য নতুন আঙ্গিকে বই প্রকাশ করা হচ্ছে। এসব বইয়ের মধ্যে রয়েছে সাহিত্যপাঠ, বাংলা সহপাঠ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং English For Today।
১৪ সেপ্টেম্বর থেকে এই বইগুলো এনসিটিবির জলছাপযুক্ত নিরাপত্তা কাগজসহ বাজারজাত করা হবে। শিক্ষার্থীদের এবং অভিভাবকদের কেবল এই নতুন সংস্করণের বইগুলো কেনার অনুরোধ করা হয়েছে।
মূল্যায়নে গুরুত্ব ও আইনি পদক্ষেপ
গণবিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডগুলোর অধীনে পরিচালিত মূল্যায়নে (পরীক্ষা) কেবল এনসিটিবির পাঠ্যপুস্তকের বিষয়বস্তু বিবেচনায় নেওয়া হবে। যদি কোনো শিক্ষাপ্রতিষ্ঠান এনসিটিবির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বইয়ের পরিবর্তে অন্য কোনো লেখকের বই পাঠ্যভুক্ত করে, তবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
নকলমুক্ত বই মুদ্রণ ও নির্ধারিত সময়ে শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে এনসিটিবি।