কালিয়াকৈরে সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে বার্ষিক চিত্রাঙ্গন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকায়, সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে সবার জন্য উন্মুক্ত চিত্রাঙ্গন প্রতিযোগিতার আয়োজন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
এ প্রতিযোগীতায় সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ২৫০ জন শিক্ষার্থী অংশ নেয়। এছাড়া উপজেলার ৫০ টি স্কুলের প্রায় ৬ শতাধিক শিক্ষার্থীও প্রতিযোগীতাটিতে অংশগ্রহণ করে। যারা প্রথম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণি পড়ুয়া শিক্ষার্থী ছিলো।
২৯ অক্টোবর, সকাল ১০ থেকে শুরু হয়ে দুপুর ১২ টায় চিত্রাঙ্গন কর্মসূচী শেষ হয়। পরে বিজয়ী ছাত্র ছাত্রী দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
করোনা ভাইরাসের মহামারী পরিস্থিতিতে ১৮ মাস স্কুল বন্ধ থাকায় শিক্ষার্থীদের মাঝে অনেকটাই এক ঘেয়েমী চলে আসায় তাদের মাঝে চাঞ্চলতা ফিরিয়ে আনতে সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে এ আয়োজন করা হয়। এছাড়া প্রতি বছর খেলাধুলাসহ, পিঠা উৎসবের আয়োজন করা হয়। অপরদিকে শিক্ষার মান উন্নয়নের দিকেও উপজেলায় সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এরই মধ্যে ব্যাপক সুনাম অর্জন করেছে।
স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক হাবিবুর রহমান জানান, শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও বিনোদনের প্রয়োজন আছে। এছাড়া সব স্কুলে যদি এমন আয়োজন করা হয়, তবে ছাত্রছাত্রীরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও বিনোদনের মাধ্যমে নিজেকে আরো উন্নত করে তুলতে পারবে।
এ সময় উপস্থিত ছিলেন, কালিয়াকৈর উপজেলা পৌর মেয়র পদপ্রার্থী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল, অত্র স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক হাবিবুর রহমান, প্রথম আলো পত্রিকার জেলা প্রতিনিধি মাসুদ রানা, কালের কন্ঠের উপজেলা প্রতিনিধি মাহবুব আলম মেহেদী, যুগান্তরের প্রতিনিধি আবদুল আলীম এবং স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ অভিভাবক বৃন্দ।