টাঙ্গাইল শহরের শহীদ মারুফ জেলা স্টেডিয়ামে গত ১৩ মে (মঙ্গলবার) সন্ধ্যায় বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বিন্দুবাসিনী ফুটবল চ্যাম্পিয়নশিপ (বিবিএফসি)-এর বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। এক জমকালো আয়োজনের মাধ্যমে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।
বিবিএফসি’র চেয়ারম্যান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন। এসময় তিনি বলেন,
তারেক রহমান বলেছেন, বাংলাদেশের শিল্পীদেরকে ব্র্যান্ডিং করার জন্য বিভিন্ন প্রোগ্রাম আমরা হাতে নিয়েছি, তারই ধারাবাহিকতায় আমরা এই বিন্দুবাসিনী স্কুলের আয়োজকদের আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগীতা করতে হবে। আমাদের প্রথম দেখতে হবে, সবার আগে বাংলাদেশ।
উপস্থিত অতিথিদের নিয়ে বিবিএফসির কাপ উন্মোচনসহ সকল দলের প্রতিনিধিকে নিয়ে জার্সি র্যাম্প শো এর মাধ্যমে উদ্বোধনী আনুষ্ঠানিকতা সমাপ্ত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানুসহ জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ। রাজনৈতিক ব্যক্তিত্বদের উপস্থিতি অনুষ্ঠানকে ভিন্ন মাত্রা দেয়।
উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা। দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড সঙ্গীত শিল্পী নগর বাউল জেমস মঞ্চে এসে দর্শকদের মাতিয়ে তোলেন। তার প্রাণবন্ত পরিবেশনায় উচ্ছ্বসিত হয়ে ওঠে স্টেডিয়ামে উপস্থিত দর্শক-শ্রোতারা, অনুষ্ঠানজুড়ে দেখা যায় প্রাণচাঞ্চল্য ও উৎসবমুখর পরিবেশ।
জেমস ছাড়াও স্থানীয় কয়েকটি ব্যান্ড দলও মনোমুগ্ধকর সংগীত পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করে। খেলাধুলা ও সঙ্গীতের এই মিলনমেলায় টাঙ্গাইলের শহীদ মারুফ জেলা স্টেডিয়াম সেদিন ছিল মুখরিত।