যমুনার আগ্রাসী ভাঙন: বিলীন হচ্ছে আবাদি জমি-ঘরবাড়ি, পাকরুল গ্রাম রক্ষায় বাঁধ চায় মানুষ
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার পাকরুল গ্রামে যমুনার তীব্র ভাঙনে আবাদি জমি, ঘরবাড়ি, মসজিদ-মাদ্রাসাসহ সবকিছু বিলীন হচ্ছে; ভিটামাটি হারিয়ে দিশেহারা হাজার হাজার মানুষ ভাঙন প্রতিরোধে বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন।
জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলা চরপাকেরদহ ইউনিয়নের পাকরুল গ্রামে যমুনার তীব্র নদী ভাঙনের ফলে আবাদি জমি, ঘরবাড়ি, মাদ্রাসা, মসজিদ এবং কবরস্থান সহ অনেক কিছু বিলীন হয়ে যাচ্ছে। আগ্রাসী যমুনার গ্রাসে বাপ-দাদার পৈতৃক সম্পত্তি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ।
নিজের চোখের সামনে সবকিছু বিলীন হতে দেখে ভিটেমাটি হারানো মানুষের হাহাকারে ক্রমেই ভারী হয়ে উঠেছে চারপাশের বাতাস। বিচ্চু ফকিরের মতো অনেকেরই এই পরিবেশে দম নিতে কষ্ট হচ্ছে। প্রতিনিয়ত নদী ভাঙনের ফলে উপজেলা মানচিত্র থেকে মুছে যাওয়ার হুমকিতে পড়েছে পাকরুল গ্রাম।
বিচ্ছিন্ন জীবন ও চরম দুর্দশা:
নদী ভাঙনের শিকার এই মানুষগুলো বিভিন্ন স্থানে আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন। কেউ আশ্রয় নিয়েছেন সরকারি আশ্রয়ণ প্রকল্পে, কেউবা দূরবর্তী স্থানে জমি কিনে নতুন করে ঘরবাড়ি করেছেন। অনেকে আবার আত্মীয়দের বাড়িতে গিয়ে উঠেছেন, এবং অনেকে অন্যের জমিতে ছাপরা তুলে মানবেতর জীবনযাপন করছেন।
যমুনার তীব্র ভাঙ্গনে প্রতিদিন শত শত পরিবার তাদের ঠিকানা হারাচ্ছে। ভিটেমাটি হারানো এই হাজার হাজার মানুষ অনাহারে অর্ধাহারে দিন পার করছেন, তাদের দুর্দশার সীমা নেই।
এই ভয়াবহ নদী ভাঙন প্রতিরোধে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করে বাঁধ নির্মাণ করার জন্য জোর দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত এলাকাবাসী। তারা আশা করছেন, দ্রুত সময়ের মধ্যে বাঁধ নির্মাণ করে তাদের গ্রাম ও অবশিষ্ট সম্পত্তি রক্ষা করা হবে।