আসন্ন কালিয়াকৈর পৌরসভা নির্বাচনে ৮নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর সারোয়ার হোসেন আকুল বৃহস্পতিবার সন্ধ্যায় এলাকাবাসীর সাথে গণসংযোগ করেছেন। সর্বশেষ ২০১১ সালে পৌর নির্বাচনের পর ২০১৬ সালে এর মেয়াদ শেষ হলেও পৌরসভার সীমানা নিয়ে দীর্ঘদিন যাবত আইনি জটিলতা কারনে নির্বাচনের তহসিল ঘোষনা হয়নি। এরই মধ্যে নানা জল্পনা কল্পনা শেষে ১৪ই অক্টোবর নির্বাচনের তহসিল ঘোষনার পর ২৮ শে নভেম্বর পৌরসভার নির্বাচনের তারিখ ধার্য করা হয়েছে। এরই মধ্যে প্রচার প্রচারণা ব্যস্ত পাড়া মহল্লায়।
এ বিষয়ে কাউন্সিলর পদপ্রার্থী সারোয়ার হোসেন আকুল জানান, সাত বছর পর নির্বাচন হচ্ছে। সত্যি এটা আনন্দের বিষয়। আমি ৮নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর। আমি চেষ্টা করেছি সব সময় মানুষের পাশে থেকে তাদের সেবা করতে। এছাড়া এই ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে তৈরি করতে আপ্রাণ চেষ্টা করেছি। তাই আমাকে যদি আবারো এলাকাবাসী ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে তাহলে পূর্নাঙ্গ একটি মডেল ওয়ার্ডে পরিনত করতে নিরলস ভাবে প্রচেষ্টা চালিয়ে যাবো। এসময় তিনি ৮ নং ওয়ার্ডের বিভিন্ন মহল্লা মহল্লায় গিয়ে সবার কাছে দোয়া ও সমর্থন আশা করেন।