
ঈদের আনন্দ অনেকটা ঘরবন্দি করে দিয়েছে বৃষ্টি। ঈদের আগের দিন থেকে শুরু করে নিয়মিত হচ্ছে বৃষ্টি। এবার ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। আগামীকাল রবিবার থেকে খুলবে অফিস-আদালত।
বৃষ্টি মাথায় নিয়েই কর্মস্থলে ফিরছেন চারকরিজীবীরা। তবে এই বৃষ্টি আরো তিন দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
শনিবার (০১ জুলাই) সন্ধ্যা ৬টায় পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, রবিবার সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, ঢাকা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় দমকা হাওয়ার সঙ্গে মাঝারি বৃষ্টি হতে পারে। একই সঙ্গে বরিশাল ও চট্টগ্রামের অনেক জায়গায়ও মাঝারি বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভবনা রয়েছে।
সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ মনোয়ার হোসেন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী তিন দিন বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকবে।
পরবর্তী সময়ে আবহাওয়ায় সামান্য পরিবর্তন হতে পারে।
আগামী ২৪ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।