“বঙ্গবন্ধু দর্শন সমবায়ে উন্নয়ন, সমবায় শক্তি সমবায়ই মুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় কালিয়াকৈরে পালিত হয়েছে ৫০ তম জাতীয় সমবায় দিবস।
শনিবার (৬ নভেম্বর) সকালে, গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলে, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার।
বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান, অধ্যাপিকা জায়েদা নাসরিন, কালিয়াকৈর প্রেসক্লাবের সাবেক সভাপতি, যুগান্তর প্রত্রিকার উপজেলা প্রতিনিধি সরকার আবদুল আলীম, সাধারণ সম্পাদক কালের কন্ঠের মাহবুব আলম মেহেদী, ইত্তেফাকের আরিফ হোসেন খোকন সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ।