ব্যাংক ও বিমা
৫ দিন বন্ধ থাকবে রূপালী ব্যাংকের সব কার্যক্রম
ডাটা সেন্টার স্থানান্তরের জন্য ৪ থেকে ৮ জুলাই পর্যন্ত সেবা বন্ধের ঘোষণা
ডাটা সেন্টার স্থানান্তরের কারণে রূপালী ব্যাংক পিএলসির সব ধরনের ব্যাংকিং কার্যক্রম আগামী ৫ দিন বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে অনুমতি দিয়েছে। আগামী ৪ জুলাই থেকে ৮ জুলাই পর্যন্ত রূপালী ব্যাংকের সকল সেবা বন্ধ থাকবে।
আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, রূপালী ব্যাংক পিএলসির আবেদনের পরিপ্রেক্ষিতে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে সাময়িকভাবে ব্যাংকিং কার্যক্রম বন্ধ রাখার সম্মতি দেওয়া হয়েছে।
এ সংক্রান্ত নির্দেশনা বাংলাদেশে কার্যরত সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এই সাময়িক বন্ধের ফলে গ্রাহকদের সাময়িক অসুবিধার সম্মুখীন হতে হবে।