ব্যাংক ও বিমা

ঋণ প্রদানে প্রায় ৭% ঘুষ নেন ব্যাংকাররা

কৃষকদের ফসল উৎপাদনে উৎসাহ দিতে স্বল্প সুদ ও সহজ শর্তে ঋণ  দিচ্ছে সরকার। তবে সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাকে খুশি করতে না পারলে মেলে না এই ঋণ। গত ২০২৩-২৪ অর্থবছরে ৩৭ হাজার ১৫৩ কোটি টাকা কৃষিঋণ বিতরণ করা হয়। কৃষকদের এই ঋণ পেতে ৬.৮২ শতাংশ ঘুষ দিতে হয়েছে, যার পরিমাণ দুই হাজার ৫৩৩ কোটি টাকা।

কৃষিঋণের নামে নেওয়া এসব টাকা পুরোপুরি কৃষি খাতে ব্যবহার না করারও অভিযোগ রয়েছে।

সম্প্রতি প্রকাশিত অর্থনৈতিক শ্বেতপত্র কমিটির প্রতিবেদনে উঠে এসেছে কৃষিঋণ পেতে কৃষকদের দুর্ভোগ এবং ব্যাংক কর্মকর্তাদের দুর্নীতির চিত্র। এক সমীক্ষায় উঠে এসেছে ঘুষ লেনদেনেরও চিত্র।

প্রতিবেদনে বলা হয়, ২০১৬-১৭ অর্থবছরে ১৭ হাজার ৬০০ কোটি টাকা কৃষিঋণ বিতরণ করা হয়।

এই ঋণ পেতে কৃষকদের ৬.৮২ শতাংশ পর্যন্ত ঘুষ দিতে হয়েছে। সে অনুযায়ী বছরে প্রায় এক হাজার ২০০ কোটি টাকা ব্যাংক কর্মকর্তাদের ঘুষ হিসেবে দিতে হয়েছে। তবে প্রতিবেদনে এটাও বলা হয়েছে, কৃষিঋণের মাত্র ৫৪ শতাংশ প্রকৃতপক্ষে কৃষিতে ব্যবহার করা হয়।

Author

সম্পর্কিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এছাড়াও পরীক্ষা করুন
Close
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker