অর্থনীতি

পুঁজিবাজারে সুবাতাস, ডিএসইর বাজার মূলধনে যোগ হলো সাড়ে ৫০ হাজার কোটি টাকা

রাজনৈতিক পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তনের সুবাতাস বইছে দেশের পুঁজিবাজারে। চলতি সপ্তাহে সূচকের বড় উত্থানের মধ্যদিয়ে লেনদেন হয়েছে পুঁজিবাজারে। এতে সপ্তাহ ব্যবধানে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন বেড়েছে ৫০ হাজার ৫৪৫ কোটি টাকা। পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)

এক সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ৭.৭৪ শতাংশ বা ৫০ হাজার ৫৪৫ কোটি টাকা। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে এর পরিমাণ দাঁড়িয়েছে ৭ লাখ ৩ হাজার ৯১৩ কোটি টাকা। গত সপ্তাহের শেষ কার্যদিবসে এ মূলধন ছিল ৬ লাখ ৫৩ হাজার ৩৬৮ কোটি টাকা।

গত সপ্তাহের চেয়ে বেড়েছে ডিএসইর সব সূচকও। চলতি সপ্তাহে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ৫৯০.৮৭ পয়েন্ট বা ১১.০৮ শতাংশ। এছাড়া ডিএসইএস সূচক বেড়েছে ১০৯.৫৩ পয়েন্ট বা ৯.৪০ শতাংশ। আর ডিএসই-৩০ সূচক বেড়েছে ২৩১.৮৮ পয়েন্ট বা ১২.২০ শতাংশ।

সূচকের বড় উত্থানের পাশাপাশি ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণও। সপ্তাহজুড়ে এতে মোট লেনদেন হয়েছে ৩ হাজার ৩৩৯ কোটি ৮৬ লাখ টাকা, আগের সপ্তাহে যা ছিল ২ হাজার ৩৯৪ কোটি ৬০ লাখ টাকা। এক সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ৯৪৫ কোটি ২৬ লাখ টাকা।

এদিকে, প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ৭৪.৩৪ শতাংশ বা ৩৫৬ কোটি ৪ লাখ টাকা। চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৮৩৪ কোটি ৯৬ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৪৭৮ কোটি ৯২ লাখ টাকা।

সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৯৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৩৩৯টি কোম্পানির, কমেছে ৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১১টি কোম্পানির শেয়ারের দাম।

 চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)

এদিকে, এক সপ্তাহের ব্যবধানে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ১১.১১ শতাংশ ও সিএসসিএক্স সূচক ১১.১৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৬ হাজার ৭৯৯.৭৬ পয়েন্ট ও ১০ হাজার ১৩২.০১ পয়েন্ট।

এছাড়া, সিএসআই সূচক ৮.৫০ শতাংশ, সিএসই-৩০ সূচক ১২.১৩ শতাংশ ও সিএসই-৫০ সূচক ১৩.২৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১০৬৬.৮৬, ১৩৩৬৯.৭৯ ও ১২২৯.৫৩ পয়েন্টে।

তবে সপ্তাহ ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ১৩৬ কোটি ৪৯ লাখ টাকা। এ সময় লেনদেন হয়েছে ২৬০ কোটি ৪৭ লাখ টাকা, যা আগের সপ্তাহে ছিল ৩৯৬ কোটি ৯৬ লাখ টাকা।

 সপ্তাহজুড়ে সিএসইতে ৩২৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৫৬টির, কমেছে ৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৯টি কোম্পানির শেয়ার দর।

Author

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত সংবাদ

Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker