শতবর্ষের গৌরব ও ঐতিহ্যের ধারক ও বাহক বল্লা করোনেশন হাই স্কুল অ্যান্ড কলেজের ব্যাচ ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট করোনেশিয়ান চ্যাম্পিয়ন ট্রফি সিজন ১ এর সিনিয়র ব্যাচের ফাইনালে টানটান উত্তেজনা ও শ্বাসরুদ্ধকর ম্যাচে ঐক্য -০২ ব্যাচ কে হারিয়ে চ্যাম্পিয়ন হিসেবে নিজেদের নাম লেখালেন দূর্বার ৯৭ ব্যাচ।
ম্যাচে আক্রমণ ও পাল্টা আক্রমণের মধ্য দিয়ে ০-০ গোলে শেষ হয় প্রথমার্ধের ২০ মিনিটের খেলা। পরবর্তীতে দূর্বার ৯৭ এর খেলোয়াড় সুমিরের পা থেকে ম্যাচের ২৩ মিনিটে অসাধারণ একটি গোলের মাধ্যমে ১-০ ব্যবধানে এগিয়ে যায় দূর্বার ৯৭। কিন্তু তাদের এই এগিয়ে যাওয়া বেশি সময় দীর্ঘস্থায়ী হয়না।
গোল পরবর্তী শটেই ম্যাচের ২৪ মিনিটে মাঠের সেন্টার পয়েন্ট থেকে সরাসরি শট দিয়ে চমৎকার গোল দিয়ে দলকে সমতায় ফেরান ঐক্য ০২ এর আক্রমণ ভাগের খেলোয়াড় রকিব আহমেদ। পরে নির্ধারিত বাকী সময়ে ১-১ গোলে শেষ হয় এবং ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
৫ টি টাইব্রেকার শ্যুট আউটের মধ্যে দু’দল ই ২টি করে গোল করে। পরে আবারও ১টি করে শ্যুট মারার সুযোগ পেলে আবারও ১-১ গোলের সমতার পরবর্তী শটে দূর্বার ৯৭ ১-০ গোলের মাধ্যমে নিজেদের কাঙ্ক্ষিত বিজয়ের দেখা পায়।
সেই সাথে করোনেশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির সিনিয়র ব্যাচের প্রথম চ্যাম্পিয়ন দল হিসেবে ইতিহাসের পাতায় নাম লেখান দূর্বার ৯৭।