এল ক্লাসিকোতে বার্সেলোনার কাছে বিধ্বস্ত হওয়া রিয়াল মাদ্রিদ এখন ঘুরে দাঁড়ানোর পথ খুঁজছে। চ্যাম্পিয়নস লিগে আজ ইতালিয়ান জায়ান্ট এসি মিলানের বিপক্ষে সান্তিয়াগো বার্নাব্যুতে সেই লক্ষ্যে নামছে লস ব্লাংকোরা। নতুন ফরম্যাটে আগের তিন ম্যাচে দুটিতে জেতা রিয়ালকে পয়েন্ট টেবিলের ওপরের দিকে উঠতে হলে আজ জয়ের বিকল্প নেই। অন্যদিকে তিন ম্যাচে মাত্র তিন পয়েন্ট পাওয়া মিলানও চাইবে প্রতিপক্ষের মাঠ থেকে ইতিবাচক ফল নিয়ে ফিরতে।
এল ক্লাসিকোগত সপ্তাহে বার্সার কাছে হারের পর আর মাঠে নামা হয়নি রিয়ালের। ভ্যালেন্সিয়ায় ভয়াবহ বন্যার কারণে এ সপ্তাহে লিগের ম্যাচ স্থগিত রাখা হয়েছে। লিগে এবার তেমন সুবিধা করতে পারছে না রিয়াল। ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো, জুড বেলিংহামদের সঙ্গে কিলিয়ান এমবাপ্পের সংযোজনও পথ দেখাতে পারছে না।
ইউরোপ সেরার মঞ্চেও অলিম্পিক লিওর কাছে হেরে গেছে। সর্বশেষ পাঁচ ম্যাচের দুটিতেই হেরেছে। চোটের কারণে এ ম্যাচে রিয়াল পাচ্ছে না দানি কার্ভাহাল, রদ্রিগো, থিবো কোর্তুয়াকে। সে ক্ষেত্রে আজকের ম্যাচ তাই রিয়ালের জন্য বড্ড চ্যালেঞ্জের।
এল ক্লাসিকোতে বার্সেলোনার কাছে বিধ্বস্ত হওয়া রিয়াল মাদ্রিদ এখন ঘুরে দাঁড়ানোর পথ খুঁজছে। চ্যাম্পিয়নস লিগে আজ ইতালিয়ান জায়ান্ট এসি মিলানের বিপক্ষে সান্তিয়াগো বার্নাব্যুতে সেই লক্ষ্যে নামছে লস ব্লাংকোরা। নতুন ফরম্যাটে আগের তিন ম্যাচে দুটিতে জেতা রিয়ালকে পয়েন্ট টেবিলের ওপরের দিকে উঠতে হলে আজ জয়ের বিকল্প নেই। অন্যদিকে তিন ম্যাচে মাত্র তিন পয়েন্ট পাওয়া মিলানও চাইবে প্রতিপক্ষের মাঠ থেকে ইতিবাচক ফল নিয়ে ফিরতে।
এল ক্লাসিকোগত সপ্তাহে বার্সার কাছে হারের পর আর মাঠে নামা হয়নি রিয়ালের। ভ্যালেন্সিয়ায় ভয়াবহ বন্যার কারণে এ সপ্তাহে লিগের ম্যাচ স্থগিত রাখা হয়েছে। লিগে এবার তেমন সুবিধা করতে পারছে না রিয়াল। ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো, জুড বেলিংহামদের সঙ্গে কিলিয়ান এমবাপ্পের সংযোজনও পথ দেখাতে পারছে না।
ইউরোপ সেরার মঞ্চেও অলিম্পিক লিওর কাছে হেরে গেছে। সর্বশেষ পাঁচ ম্যাচের দুটিতেই হেরেছে। চোটের কারণে এ ম্যাচে রিয়াল পাচ্ছে না দানি কার্ভাহাল, রদ্রিগো, থিবো কোর্তুয়াকে। সে ক্ষেত্রে আজকের ম্যাচ তাই রিয়ালের জন্য বড্ড চ্যালেঞ্জের।
দলটির ইতালিয়ান কোচ কার্লো আনচেলোত্তিও বলছেন তেমনটাই, ‘মিলান সব সময় কঠিন প্রতিপক্ষ। আমাদের সতর্ক থাকতে হবে এবং তিন পয়েন্টের জন্যই আমরা খেলতে নামব।’ দুই দলের অতীত পরিসংখ্যানও সমানে সমান। আগের ১৫ সাক্ষাতে ছয়বার করে জিতেছে রিয়াল ও মিলান। বাকি তিন ম্যাচ হয়েছে ড্র।
বার্নাব্যুতে মিলানের কাছে রিয়াল হেরেছে মাত্র একবার, সেটাও ২০০৯-১০ এর আসরে। মিলানের জন্যও এ ম্যাচ ভীষণ গুরুত্বপূর্ণ। শুরুর দুই ম্যাচই হেরে ধাক্কা খায় পাউলো ফোনসেস্কার দল। তৃতীয় ম্যাচে এসে ক্লাব ব্রাগেকে ৩-১ গোলে হারিয়ে স্বস্তি ফেরে মিলান শিবিরে। এবার তাদের নিতে হচ্ছে রিয়াল চ্যালেঞ্জ।
রিয়ালের মতো একই চ্যালেঞ্জ নিয়ে নামছে ম্যানচেস্টার সিটিও। লিগ কাপে টটেনহাম এবং প্রিমিয়ার লিগে বোর্নমাউথের কাছে হেরে গেছে পেপ গার্দিওলার দল। আজ স্পোর্তিং সিপির মাঠে তাই ঘুরে দাঁড়ানোর মিশন ইংলিশ চ্যাম্পিয়নদেরও। ইন্টারের সঙ্গে ড্রয়ের পরের দুই ম্যাচ জিতে সাত পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে সিটিজেনরা। স্পোর্তিংয়ের ঘরের মাঠে কোচ হিসেবে রুবেন আমোরিমের এটাই শেষ ম্যাচ। এরই মধ্যে আরেক ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড এই পর্তুগিজকে কোচ হিসেবে ঘোষণা দিয়েছে। আগামী ১১ নভেম্বর রেড ডেভিলদের দায়িত্ব নেবেন আমোরিম।
আজকের ম্যাচ রিয়াল - এসি মিলান ব্রাতিসলাভা - জাগরেব পিএসভি - জিরোনা সেল্টিক - লিপজিগ ডর্টমুন্ড - স্টার্ম গ্রাজ লিও - জুভেন্টাস লিভারপুল - লেভারকুসেন স্পোর্তিং - ম্যানসিটি বোলোনিয়া - মোনাকো