কাতার বিশ্বকাপে শিরোপার অন্যতম দাবিদার ব্রাজিল। শেষ ষোলোতে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ব্রাজিলের ফুটবল নৈপুণ্য দেখে যে কেউই তাদের পক্ষে বাজি ধরতে চাইবেন।
বিশ্বকাপের চলতি আসরে ফেভারিট সেলেসাওরা সর্বশেষ ২০০২ সালে শিরোপা উঁচিয়ে ধরেছিল। এরপর গত চার আসরে ইউরোপের দলগুলোর কাছে হেরে নকআউট পর্ব থেকেই বিদায় নিয়েছে ব্রাজিল। বিশ্বমঞ্চে গত ২০ বছরে নকআউটে কোনো ইউরোপিয়ান দলকে হারাতে পারেনি সেলেসাওরা।
মরুর বুকে প্রথম বিশ্বকাপে সেলেসাওদের প্রতিপক্ষ ইউরোপের দল ক্রোয়েশিয়া। শুক্রবার রাত ৯টায় মাঠে নামবে দল দুটি। আর এই ম্যাচের আগে অতীত ইতিহাস চোখ রাঙাচ্ছে তিতের শিষ্যদের।
২০০২ বিশ্বকাপের ফাইনালে শেষবার ইউরোপের দল জার্মানিকে ২-০ গোল ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছিল ব্রাজিল। এরপরই বিশ্বমঞ্চের নকআউটে থমকে গেছে ব্রাজিলের হেক্সা মিশনের স্বপ্ন। সর্বশেষ চার বিশ্ব আসরের তিনটিতে কোয়ার্টার ফাইনাল খেলেছে ব্রাজিল। সেখানে ইউরোপের দলের কাছে হেরেই বিদায় সমর্থকদের হতাশ করেছে সেলেসাওরা। এর মধ্যে ২০০৬ বিশ্বকাপে ফ্রান্সের কাছে ১-০ গোলে, ২০১০ বিশ্বকাপে নেদারল্যান্ডসের সঙ্গে ২-১ গোলে এবং ২০১৮ বিশ্বকাপে বেলজিয়ামের কাছে ২-১ গোল ব্যবধানে হেরে বিদায় নেয় ব্রাজিল।
আর ঘরের মাঠে বিশ্ব ফুটবল আসরে জার্মানির সঙ্গে লজ্জার রেকর্ড গড়ে ৭-১ গোল ব্যবধানে হেরে বিদায় নেয় নেইমাররা। এমনকি এই আসরের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও ইউরোপের দল নেদারল্যান্ডসের কাছে ৩-০ গোলে হেরেছিল ব্রাজিল।