কাতার বিশ্বকাপে শেষ ষোলোর ডু অর ডাই ম্যাচে দলটির তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোকে বেঞ্চে রেখেই একাদশ সাজান পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোস। প্রায় ১৮ বছর পর বড় কোনো আসরে বেঞ্চে ছিলেন সিআর সেভেন। ২০০৪ সালে ইউরোতে রাশিয়ার বিপক্ষে ম্যাচে রোনালদোকে বেঞ্চে রেখে খেলেছিল পর্তুগাল।
এদিকে রোনালদোর পরিবর্তে সুযোগ পাওয়া গনসালো রামোস নেমেই বাজিমাত করেছেন। এটা পর্তুগালের হয়ে তার চতুর্থ ম্যাচ, আর এতে নেমেই হ্যাটট্রিক করেছেন। কিন্তু হাজার সাফল্য পেলেও রামোস খেলেছেন সময়ের সেরা ফুটবলারদের একজনের জায়গায়। আর তাই পর্তুগিজ কোচকে সাংবাদিকদের মুখোমুখি হতেই হলো।
যদিও তার দাবি, কোনো ভুল-বোঝাবুঝি নেই। রোনালদো এখনও দলের একজন গুরুত্বপূর্ণ ফুটবলার।
তিনি বলেন, কিছু বিষয়ে সিদ্ধান্ত নেওয়া বাকি। আমাদের মধ্যে কোনো ভুল-বোঝাবুঝি নেই। আমি তাকে দলের গুরুত্বপূর্ণ ফুটবলার হিসেবে বিবেচনা করি।
পর্তুগিজ এই কোচ বলেন, শৃঙ্খলাজনিত বিষয় সমাধান হয়ে গেছে। রোনালদো অন্যতম সেরা ফুটবলার। আমাদের একসঙ্গেই কাজ করতে হবে।