ফুটবল
Mission 90 News
Send an email
ডিসেম্বর ৫, ২০২২সর্বশেষ আপডেট ডিসেম্বর ৫, ২০২২
ব্রাজিলের বিপক্ষে ঝুঁকি নেবেন কোরিয়ান ডিফেন্ডার
০ ১,৪২৮ এক মিনিটেরও কম সময়
ব্রাজিলের বিপক্ষে খেলতে গিয়ে ‘গুরুতর আহত’ হওয়ার ঝুঁকি নিতে ইচ্ছুক দক্ষিণ কোরিয়ার ডিফেন্ডার কিম মিন-জায়ে। চোটাক্রান্ত হওয়া সত্ত্বেও ব্রাজিলের বিপক্ষে মাঠে নামতে বদ্ধপরিকর এই কোরিয়ান ফুটবলার।
গ্রুপ পর্বে উরুগুয়ের সঙ্গে শেষ মুহূর্তের গোলে নক-আউট নিশ্চিত করে দক্ষিণ কোরিয়া। তবে পর্তুগালের সঙ্গে ম্যাচে চোট পান এই কোরিয়ান সেন্টার-ব্যাক।
তবে শেষ ষোলোতে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামতে প্রস্তুত তিনি। তার দাবি, মাঠে না থাকায় খারাপ লাগছে। বেঞ্চ থেকে দেখা কঠিন ছিল। চোটাক্রান্ত থাকায় খেলা হয়নি।
তিনি বলেন, একাদশে থাকার জন্য সবকিছু করতে চাই, আমি আরও গুরুতর চোট পেলেও খেলতে প্রস্তুত।
সম্পর্কিত সংবাদ
-
নাটকীয় ম্যাচে তৃষ্ণার গোলে শেষ হাসি হাসল বাংলাদেশজুলাই ১৩, ২০২৫