পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের ফুটবল ইতিহাসে কলঙ্কিত অধ্যায় ২০১৪ বিশ্বকাপ। ঘরের মাঠে অনুষ্ঠিত সেই বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে হেরে গিয়েছিল ব্রাজিল। পরে যা ‘সেভেন আপ’ নামে বিশ্বজুড়ে পরিচিতি পায়। বিশেষ করে ব্রাজিলকে নিয়ে ট্রোল করতে এই ‘সেভেন আপ’ ব্যবহৃত হয়।
সেই ব্রাজিল ঘুরে দাঁড়িয়েছে। কিন্তু জার্মানির হাল বেহাল! কাতার বিশ্বকাপে দুই ম্যাচ খেলে ফেললেও ম্যানুয়েল নয়্যাররা এখনো জয়ের দেখা পাননি।
গতকাল রবিবার রাতে দুর্দান্ত খেলা স্পেনের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে জার্মানি। গ্রুপের প্রথম ম্যাচ তারা হেরেছে জাপানের কাছে। এখন তাদের দ্বিতীয় রাউন্ডে যাওয়াই মুশকিল হয়ে গেছে! নির্ভর করতে হচ্ছে অন্যদের ওপর। এর আগে রাশিয়া বিশ্বকাপেও গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল আর্জেন্টিনাকে হারিয়ে ২০১৪ বিশ্বকাপ জিতে নেওয়া জার্মানি। সোশ্যাল মিডিয়ায় তাই রসালো আলোচনা চলছে, ব্রাজিলিয়ানদের অভিশাপেই এখন আর গ্রুপ পর্ব পেরোতে পারে না হ্যান্সি ফ্লিকের দল।
শেষ ষোলোতে যেতে জার্মানির সমীকরণ এখন বেশ জটিল। ‘ই’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে কোস্টারিকাকে তো হারাতে হবেই, তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচগুলোর দিকেও। গ্রুপের অপর ম্যাচে স্পেনের মুখোমুখি হবে জাপান। এই ম্যাচে স্পেন যদি জাপানকে হারাতে পারে, তাহলেই জার্মানির কপাল খুলবে। তাহলেই দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন দল ‘ই’ গ্রুপ থেকে শেষ ষোলোতে চলে যাবে। এবারের আসরে দুর্ধর্ষ এবং নান্দনিক ফুটবল খেলছে স্পেন। জাপানও কম যাচ্ছে না। তাই প্রার্থনা ছাড়া জার্মানির উপায় নেই।