কাতার বিশ্বকাপে লিওনেল মেসির গ্রুপেই পড়েছে রবার্ট লেভানদোভস্কি। আজ বিশ্বকাপ ড্রয়ে আর্জেন্টিনার গ্রুপে পড়ে লেভানদোভস্কির পোল্যান্ড।
আর্জেন্টিনা প্রথম পট থেকে গ্রুপ ‘সি’ তে জায়গা করে নেয়। পরবর্তীতে একই গ্রুপে জায়গা পায় লাতিন আমেরিকার অন্যতম দল মেক্সিকো।
এরপর তিন নাম্বার পট থেকে আর্জেন্টিনা ও মেক্সিকোর পাশে জায়গা করে নেয় পোল্যান্ডও। পট ৪ থেকে এই গ্রুপে সর্বশেষ দল হিসেবে জায়গা করে নেয় সৌদি আরব।
সর্বশেষ ব্যালন ডি’অর জয়ে মেসির সবচেয়ে বড় প্রতিদ্বন্দী ছিলেন লেভানদোভস্কি। তবে শেষ পর্যন্ত মেসির কাছে হেরে যান এই পোলিশ স্ট্রাইকার। মেসি জিতেন নিজের সপ্তম ব্যালন ডি’অর।
এবারই প্রথম এই দুই ফুটবলার বিশ্বকাপের মঞ্চে একে অপরের মুখোমুখি হবেন।