উয়েফা চ্যাম্পিয়নস লিগের মঞ্চে আরও একবার হতাশায় শেষ করল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের কাছে ৩-১ ব্যবধানে হেরে ভাঙে পিএসজির শিরোপা স্বপ্ন।
দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে হেরে বাদ পড়ে রাগান্বিত হয়ে যান পিএসজির সভাপতি নাসের আল খেলাইফি। ম্যাচশেষে তিনি এই হারের জন্য অভিযোগের আঙুল তোলেন রেফারিদের দিকে। ম্যাচশেষের বাঁশি বাজতেই উত্তেজিত পিএসজি চেয়ারম্যান ছুটে গেছেন রেফারিদের ড্রেসিংরুমে। এমন তথ্য জানিয়েছে স্প্যানিশ দৈনিক মার্কা।
চ্যাম্পিয়নস লিগ শিরোপার লক্ষ্যে পিএসজি চেয়ারম্যান দলে ভিড়িয়েছেন নেইমার, কিলিয়ান এমবাপ্পে থেকে শুরু করে ফুটবল জাদুকর লিওনেল মেসিকে। ঘরের মাঠে প্রথম লেগে ১-০তে এগিয়ে থাকা পিএসজি দ্বিতীয় লেগেও শুরুতে লিড নেয়। রিয়ালকে হারিয়ে শিরোপার দৌড়ে ম্যাচের ৬১তম মিনিট পর্যন্ত ভালোই টিকে ছিল নাসের আল খেলাইফির পিএসজি।
এরপরই ফরাসি তারকা করিম বেনজেমার হ্যাটট্রিকে রিয়াল হারায় পিএসজিকে। খেলায় সমতা ফেরানো বেনজেমার প্রথম গোল গোল নিয়েই অভিযোগ নাসির আল খেলাইফি, কোচ মাউরোসিও পচেত্তিনো এবং পিএসজির ক্রীড়া পরিচালক লিওনার্দোরও।
স্প্যানিশ দৈনিক মার্কা এক প্রতিবেদনে লিখেছে, রিয়ালের প্রথম গোল নিয়েই আপত্তি খেলাইফির। পিএসজি গোলকিপার দোন্নারুম্মা কাছ থেকে বল কেড়ে নেওয়ার চেষ্টায় তাকে ফাউল করেছেন রিয়াল স্ট্রাইকার বেনজেমা। তাদের দাবি, সেখানে গোল না দিয়ে পিএসজির পক্ষে ফ্রি-কিক দেয়া উচিত ছিল।
শেষ বাঁশির পর ভিআইপি বক্স থেকে সিঁড়ি বেয়ে দ্রুত নেমে যান খেলাইফি। রেফারিদের ড্রেসিংরুম খোঁজ করছিলেন তিনি। মার্কা লিখেছে, এসময় খেলাইফির চোখমুখ ক্ষোভে লাল হয়ে ছিল। এতটাই রেগে ছিলেন যে, ভুলক্রমে রিয়াল মাদ্রিদেরই প্রতিনিধি মেহিয়া দাভিলার কক্ষে ঢুকে পড়েন তিনি।
ম্যাচ শেষে পিএসজি কোচ মাউরোসিও পচেত্তিনোও সেই গোল নিয়ে অভিযোগ তোলেন। তিনি বলেন, ‘এমন মনে হচ্ছে যে, অনেক অবিচার করা হয়েছে। দোন্নারুম্মার ওপর বেনজেমার ফাউলটা ওখানে পরিষ্কার।’