জয়ের পরও দুশ্চিন্তায় মায়ামি, মেসি চোট নিয়ে মাঠ ছাড়লেন
নেকাখসাকে টাইব্রেকারে হারাল ইন্টার মায়ামি, তবে ম্যাচের শুরুতেই বদলি হলেন মেসি
লিগস কাপে নেকাখসার বিপক্ষে ২-১ গোলের দারুণ জয়ের পরও দুশ্চিন্তায় পড়েছে ইন্টার মায়ামি। ম্যাচের মাত্র ১১ মিনিটেই চোট পেয়ে মাঠ ছেড়েছেন দলের তারকা খেলোয়াড় লিওনেল মেসি। যদিও টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জিতে লিগস কাপে ৫ পয়েন্ট অর্জন করেছে মায়ামি।
ম্যাচের ৭ মিনিটে প্রতিপক্ষের বক্সে ট্যাকলের শিকার হয়ে পড়ে যান মেসি। উঠে দাঁড়ানোর চেষ্টা করলেও খেলা চালিয়ে যেতে পারেননি। ফলে ১১ মিনিটে বদলি হয়ে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। এতে মায়ামি শিবিরে দুশ্চিন্তা ছড়িয়ে পড়ে।
ম্যাচ শেষে ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাচেরানো বলেন, “এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে সম্ভবত এটি গুরুতর কিছু নয়, কারণ মেসির তেমন ব্যথা নেই। কিন্তু সে অস্বস্তি বোধ করছে।”
মেসিকে হারানোর ধাক্কা সামলেও মায়ামি ১২ মিনিটে তেলেসকো সেগোভিয়ার গোলে এগিয়ে যায়। কিন্তু ১৭ মিনিটেই ম্যাক্সিমিলিয়ানো ফ্যালকন লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় তারা। এই সুযোগে ৩৩ মিনিটে নেকাখসার থমাস বাদালোনি গোল করে সমতা ফেরান।
দ্বিতীয়ার্ধে ম্যাচের মোড় আরও একবার ঘুরে যায়। ৬০ মিনিটে নেকাখসার ক্রিস্টিয়ান ক্যালদেরন লাল কার্ড দেখলে উভয় দল ১০ জনের হয়ে যায়। ৮১ মিনিটে রিকার্ডো মনরিয়েলের গোলে নেকাখসা ২-১ ব্যবধানে এগিয়ে গেলেও, যোগ করা সময়ের প্রথম মিনিটে মায়ামির জর্দি আলবা দুর্দান্ত এক গোল করে ম্যাচকে টাইব্রেকারে নিয়ে যান।
টাইব্রেকারে মায়ামির সব খেলোয়াড় গোল করলেও নেকাখসার থমাস বাদালোনি গোল করতে ব্যর্থ হন। ফলে ৫-৪ ব্যবধানে জয় নিশ্চিত হয় মায়ামির। লিগস কাপের নিয়ম অনুযায়ী, টাইব্রেকারে জয় পাওয়ায় তারা ২ পয়েন্ট পেয়েছে।
আটলাসকে ২-১ গোলে হারানোর পর এই জয়ে দুই ম্যাচ শেষে ইন্টার মায়ামির সংগ্রহ এখন ৫ পয়েন্ট। লিগস কাপে তাদের পরবর্তী ম্যাচ আগামী বৃহস্পতিবার মেক্সিকোর আরেক ক্লাব পুমাসের বিপক্ষে।