নাটকীয় ম্যাচে তৃষ্ণার গোলে শেষ হাসি হাসল বাংলাদেশ
অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে নেপালকে ৩-২ গোলে হারাল বাংলাদেশ; জয়ের ধারা অব্যাহত
সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে এক নাটকীয় ম্যাচে শেষ মুহূর্তে বদলি খেলোয়াড় তৃষ্ণা রানীর গোলে ৩-২ ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। যোগ করা সময়ের সপ্তম মিনিটে তৃষ্ণার এই গোল বসুন্ধরা কিংস অ্যারেনায় আনন্দের জোয়ার নিয়ে আসে, অন্যদিকে নেপালের খেলোয়াড়দের হতাশায় ভাসায়। এই জয়ের ফলে কোচ পিটার বাটলারের শিষ্যরা টুর্নামেন্টে তাদের জয়ের ধারা অব্যাহত রাখল, এর আগে শ্রীলঙ্কাকে ৯-১ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ।
ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। তৃতীয় মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। তবে ১৩তম মিনিটে সিনহা জাহান শিখার গোলে লিড নেয় বাংলাদেশ। মুনকি আক্তারের একটি শট গোললাইন থেকে ফিরে এলেও শিখা তা জালে জড়াতে ভুল করেননি।
এর আগে অবশ্য বাংলাদেশের গোলরক্ষক স্বর্ণা রানী মন্ডলের ভুলে গোল হজমের শঙ্কা তৈরি হয়েছিল, তবে ভাগ্যক্রমে বল বাইরে চলে যায়। ৩৬তম মিনিটে মোসাম্মৎ সাগরিকা দলের দ্বিতীয় গোল করেন। শান্তি মার্ডির দারুণ ক্রস থেকে সিনহা জাহান শিখার শট গোলরক্ষক ঠেকিয়ে দিলেও বল নিয়ন্ত্রণে রাখতে পারেননি, সুযোগ পেয়ে সাগরিকা তা জালে পাঠিয়ে দেন। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।
বিরতির পর প্রথমার্ধের আধিপত্য ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ম্যাচের ৫৫ মিনিটে একটি বল দখলের ঘটনায় হাতাহাতিতে জড়িয়ে পড়েন বাংলাদেশের সাগরিকা ও নেপালের সিমরান রায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভুটানের রেফারি দু’জনকেই লালকার্ড দেখিয়ে মাঠ থেকে বহিষ্কার করলে দুই দলই ১০ জনের দলে পরিণত হয়।
এই সুযোগে নেপাল ম্যাচে ফিরতে শুরু করে। ৭৭তম মিনিটে বক্সের ভেতর জয়নব বিবি রিতার ফাউলের কারণে পেনাল্টি পায় নেপাল। পেনাল্টি থেকে গোল করেন আনিশা রায়, ব্যবধান কমে ২-১ হয়। এরপর ৮৬তম মিনিটে বাংলাদেশের হাই লাইন ডিফেন্সের চরম ভুলে নেপাল সমতায় ফেরে। পূর্ণিমা রায়ের পাস থেকে মিনা দেউবা গোল করে নেপালকে বুনো উল্লাসে ভাসান, স্কোর দাঁড়ায় ২-২।
তবে নেপালের সেই আনন্দ দীর্ঘস্থায়ী হয়নি। যোগ করা সময়ের সপ্তম মিনিটে উমেলা মারমার পাস থেকে বদলি নামা তৃষ্ণা রানী গোল করে বাংলাদেশকে নাটকীয় জয় এনে দেন। এই গোলের পরই রেফারি শেষ বাঁশি বাজিয়ে দেন।