পয়া মাঠ বলে কথা! অবশ্য শুধু পার্থ নয়, অস্ট্রেলিয়ার মাঠ মানেই বিরাট কোহলির জন্য রানের ফোয়ারা ফোটানোর ক্ষেত্র। এবারও যেন তা ব্যতিক্রম হচ্ছে না। সিরিজের শুরুতে সেই আভাসই দিয়ে রাখল ভারতীয় ব্যাটারের ব্যাট।
পার্থে প্রথম ইনিংসে ৫ রানে আউট হলে যারা সাম্প্রতিক সময়ের বাজে ছন্দের কোহলির ক্যারিয়ার শেষ বলে ভাবছিলেন, তাদেরকে দ্বিতীয় ইনিংসে মুদ্রার উল্টো পিঠটাও দেখিয়েছেন কোহলি।
আর সেটা হচ্ছে টেস্ট সেঞ্চুরির কীর্তিতে। ২৯ সেঞ্চুরি নিয়ে এতদিন অস্ট্রেলিয়ান কিংবদন্তি ব্র্যাডম্যানের পাশে ছিলেন কোহলি। এবার ৩০ সেঞ্চুরিতে তাকে পেছনে ফেলে ম্যাথু হেইডেন ও শিবনারায়ণ চন্দরপলের পাশে বসেছেন তিনি।
শচীনকে শুধু সেঞ্চুরিতে নয়, ফিল্ডিংয়েও পেছনে ফেলেছেন কোহলি।
ভারতের হয়ে টেস্টে সর্বোচ্চ ক্যাচের তালিকায়। ১১৬ ক্যাচ নিয়ে এখন তৃতীয় সর্বোচ্চ ক্যাচার ৩৬ বছর বয়সী ব্যাটার। এতদিন ১১৫ ক্যাচ নিয়ে যৌথভাবে শচীনের সঙ্গে তৃতীয় ছিলেন। এবার ‘লিটল মাস্টারকে’ পেছনে ফেলে ঘরের মালিক একাই হয়েছেন তিনি। চূড়াটা অবশ্য অনেক দূরের পথ কোহলির জন্য। ২১০ ক্যাচ নিয়ে শীর্ষে আছেন আরেক ব্যাটিং কিংবদন্তি রাহুল দ্রাবিড়। ভারতের সাবেক অধিনায়কের পরেই আছেন ১৩৫ ক্যাচ নেওয়া ভিভিএস লক্ষ্ণণ।