আবহাওয়ার থাবায় ভেন্যু বদল, ইডেন থেকে আহমেদাবাদে আইপিএল ফাইনাল
অনিশ্চিত আবহাওয়ার কারণে এবারের আইপিএল ফাইনাল কলকাতা থেকে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সরিয়ে নেওয়া হয়েছে। প্লে-অফের অন্যান্য ভেন্যুও পরিবর্তিত হয়েছে।
এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনাল কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্স থেকে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সরিয়ে নেওয়া হয়েছে। বিসিসিআই মঙ্গলবার (২০ মে) একাধিক বৈঠকের পর এই সিদ্ধান্ত নেয়। অনিশ্চিত আবহাওয়ার পূর্বাভাস এবং লজিস্টিক সীমাবদ্ধতার কারণে এই ভেন্যু পরিবর্তন করা হয়েছে। প্লে-অফ পর্বের অন্যান্য ম্যাচের ভেন্যুও নতুনভাবে নির্ধারিত হয়েছে।
আইপিএলের চলতি আসরের ফাইনাল আগামী ৩ জুন আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। একই সঙ্গে, ১ জুন আয়োজিত দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটিও আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের ভেন্যু হিসেবে নির্ধারিত হয়েছে। পূর্বে এই দুটি ম্যাচই কলকাতার ইডেন গার্ডেন্সে আয়োজনের কথা ছিল।
বিসিসিআই জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে বর্ষা মৌসুমের প্রভাব শুরু হওয়ায় এবং আবহাওয়ার অনিশ্চয়তা ও সম্ভাব্য বৃষ্টিপাতের কারণে এই পরিবর্তন আনা হয়েছে।
বিসিসিআই কর্মকর্তার মন্তব্য ও অন্যান্য ভেন্যু পরিবর্তন:
বিসিসিআই এক কর্মকর্তা জানান, ‘যুদ্ধের পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আবহাওয়া,’ কারণ হঠাৎ করে অস্বাভাবিক বৃষ্টিপাত লিগের বাকি ম্যাচগুলোকে প্রভাবিত করতে পারে।
প্লে-অফের প্রথম দুটি ম্যাচ—২৯ মে প্রথম কোয়ালিফায়ার এবং ৩০ মে এলিমিনেটর—অনুষ্ঠিত হবে মুল্লানপুর, নিউ চণ্ডীগড়ে। প্রথমে এই দুটি ম্যাচ হায়দরাবাদে নির্ধারিত ছিল।
এছাড়াও, আগামী ২৩ মে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচটি বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম থেকে সরিয়ে নেওয়া হয়েছে লখনউয়ের একানা স্টেডিয়ামে, কারণ বেঙ্গালুরুতেও বৃষ্টির ব্যাপক সম্ভাবনা রয়েছে। বিসিসিআই জানিয়েছে, আহমেদাবাদ ও নিউ চণ্ডীগড়ে আগামী ১৫ দিনে বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে কম, তাই নিরাপদ ভেন্যু হিসেবে এগুলোকেই বেছে নেওয়া হয়েছে।
আইপিএলের প্রথা অনুযায়ী, গত আসরের চ্যাম্পিয়ন দল পরের বছর ফাইনাল এবং একটি কোয়ালিফায়ার ম্যাচ আয়োজনের সুযোগ পায়। গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) হওয়ায় সিএবি (ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল) ফাইনাল ইডেন গার্ডেন্সে আয়োজনের দাবি তুলেছিল। তবে আবহাওয়ার অনিশ্চয়তা এবং সম্ভাব্য বৃষ্টিপাতের কারণে বিসিসিআই এই ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্তে কলকাতার ক্রিকেটপ্রেমীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে এবং অনেকে এটিকে ইডেনের প্রতি ‘বঞ্চনা’ হিসেবে দেখছেন।