ক্রিকেট
অনলাইন ডেস্ক
Send an email
সেপ্টেম্বর ২৭, ২০২৪সর্বশেষ আপডেট সেপ্টেম্বর ২৭, ২০২৪
গ্যালারিতে ভারতীয় দর্শকদের হামলায় হাসপাতালে ‘টাইগার রবি’
০ ২,৪৬৫ এক মিনিটেরও কম সময়
কানপুরে দ্বিতীয় টেস্টে মধ্যাহ্ন বিরতির সময় ভারতীয় দর্শকদের সঙ্গে হাতাহাতির ঘটনায় আহত হন বাংলাদেশি সমর্থক রবি। পরে পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
কানপুরে ম্যাচ চলাকালীন ভারতীয় দর্শকদের সঙ্গে কথা-কাটাকাটি হয় রবির। ঘটনায় আহত হন তিনি।
পরে নিরাপত্তাকর্মীরা তাকে নিরাপদ স্থানে নিয়ে যান। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রাথমিক চিকিৎসা দিতে হাসপাতালে নেওয়া হয়েছে তাকে।
পুলিশ জানিয়েছে, মারধরের অভিযোগ করেছেন রবি৷ সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। হাসপাতালে পাঠানো হয়েছে ইনজুরি চেকআপের জন্য।
সম্পর্কিত সংবাদ