ক্রিকেট

ভাঙা আঙুল নিয়ে তামিমের সেই ২* রানের ইনিংস

২৪ ঘণ্টার কম সময় আগেও যিনি আফগানিস্তানের বিপক্ষে জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন, আজ বৃহস্পতিবার দুপুরে সেই তামিম ইকবাল হয়ে গেলেন ‘সাবেক ক্রিকেটার’। বাংলাদেশের ক্রিকেটে তামিম ইকবালের অবদান, খেলাটির প্রতি নিবেদন নিয়ে নতুন করে কিছু বলার নেই। স্মৃতিচারণ করতে গেলেও উঠে আসে অসংখ্য ইতিহাস, তার মধ্যে ভাঙা আঙুল নিয়ে ব্যাটিং নিশ্চয়ই একটু আলাদা।

কতটা পেশাদারিত্ব থাকলে সদ্য ভেঙে যাওয়া আঙুল ব্যান্ডেজ করে ব্যাটিংয়ে নামা যায়, সেটা ২০১৮ এশিয়া কাপে দেখিয়েছিলেন তামিম ইকবাল।

শ্রীলঙ্কার বিপক্ষে আসরের উদ্বোধনী ম্যাচটিতে ওপেনিংয়ে নামা তামিমের হাতে এসে লাগে সুরঙ্গা লাকমালের মারাত্মক এক ডেলিভারি। প্রচণ্ড ব্যথা নিয়ে তিনি মাঠ ছেড়ে যান। সেই ম্যাচে ১৪৪ রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন মুশফিকুর রহিম। ৪৭তম ওভারে বাংলাদেশের ৯ম উইকেটের পতন হয়। দলের স্কোর তখন ২২৯ রান।

সবাই যখন ধরেই নিয়েছিল, বাংলাদেশের ইনিংস শেষ, তখনই ভাঙা আঙুল নিয়েই ব্যাট হাতে মাঠে প্রবেশ করেন তামিম ইকবাল। প্রতিপক্ষ ক্রিকেটাররা পর্যন্ত এই ঘটনায় হতবাক হয়ে গিয়েছিলেন। তামিমের সেই এক হাতে ব্যাট ধরে গতি তারকা সুরঙ্গা লাকমালের একটা ডেলিভারিও সামলান।

পরের ওভারে ব্যাট হাতে মুশফিক আরও কিছু রান যোগ করেন। বাংলাদেশ সেদিন অল-আউট হয় ২৬১ রানে। তামিম ২* রানে অপরাজিত ছিলেন। ম্যাচটি ১৩৭ রানে জিতে নেয় বাংলাদেশ। আর ক্রিকেট ইতিহাসে লেখা হয়ে যায় তামিম ইকবালের বীরত্বের গল্প।


Discover more from MIssion 90 News

Subscribe to get the latest posts to your email.

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker