নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে উইকেটের পেছনে থাকবেন কে, সোহান না মুশফিক? এ নিয়ে বিস্তর আলোচনা হয়েছিল। তবে শেষমেশ সমাধান দিয়েছিলেন টাইগার কোচ রাসেল ডমিঙ্গো।
তিনি জানিয়েছিলেন, প্রথম দুই ম্যাচে নুরুল হাসান সোহানের পর তৃতীয় ও চতুর্থ ম্যাচে উইকেটকিপিং করবেন মুশফিকুর রহিম। আর শেষ ম্যাচে পারফরম্যান্সের ভিত্তিতে নির্ধারিত হবে।
তবে আজ রোববার (৫ সেপ্টেম্বর) তৃতীয় ম্যাচে দেখা গেল ভিন্ন চিত্র। মুশফিকুর রহিম নন, উইকেটকিপিংয়ে দেখা গেল সেই নুরুল হাসানকেই। অবশ্য এদিনের টিম শিটেও উইকেটকিপার হিসেবে নুরুলেরই নাম ছিল। ম্যাচ শুরুর আগে উইকেটকিপিং অনুশীলনও করতে দেখা গেছে নুরুলকে।
পাঁচ ম্যাচ টি-টোয়েন্টির তৃতীয় ম্যাচে আজ রোববার (৫ সেপ্টেম্বর) নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ফিল্ডিং করছে টাইগার বাহিনী।
এদিকে, সিরিজ বাঁচানোর ম্যাচে ব্যাট করতে নেমে শুরুতেই আগ্রাসী ছিল কিউই ব্যাটসম্যানরা। প্রথম দুই ওভারে ১৬ রান সংগ্রহ করে সফরকারীরা। কিন্তু তৃতীয় ওভারে বাংলাদেশের হয়ে প্রথম আঘাত হানেন বোলিং স্তম্ভ মুস্তাফিজুর রহমান।
আউট করেন কিউই ওপেনিং ব্যাটসম্যান ফিন অ্যালেনকে। করোনা নেগেটিভ হয়ে আজ মাঠে ফিরেছিলেন ফিন। এ ওপেনারকে নিয়ে অনেক আশা ছিল নিউজিল্যান্ডের। প্রথম ওভারে ভালো শুরু করে সেই আশার প্রতিদান দেওয়ার ইঙ্গিতই দিয়েছিলেন অ্যালেন। কিন্তু ১৫ রান করে মুস্তাফিজুর রহমানের বলে মিড অনে মাহমুদউল্লাহর হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি।
প্রথম ওভারে কোনো রান না দিয়েই উইকেটের দেখা পান এই কাটার মাস্টার। এরপর উইকেটের দেখা পেয়েছেন সাইফউদ্দিনও। এ প্রতিবেদন লেখা পর্যন্ত লাথাম বাহিনীর সংগ্রহ ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৪৩ রান।
পাঁচ ম্যাচ টি-২০ সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে স্বাগতিকরা। টানা দুই জয়ে অনেকটাই নির্ভার সাকিব-মাহমুদউল্লাহরা। তবে দুই ম্যাচ হেরে সফরকারী নিউজিল্যান্ড দল সিরিজ বাঁচানোর লড়াই যে করবেন, সেটা বলাই যায়। তাই সতর্ক থাকবেন লাল-সবুজরা।
তৃতীয় ম্যাচেই সিরিজ নিশ্চিত করতে চায় মাহমুদউল্লাহর দল। এদিকে, গুরুত্বপূর্ণ ম্যাচের আগের দিন শনিবার (৪ সেপ্টেম্বর) বিশ্রামে কাটিয়েছে দুই দলই।
প্রথম ম্যাচে ব্যাটিংয়ে চরম দুর্দশার পর দ্বিতীয় ম্যাচে ভালো লড়াই করেছে সফরকারীরা। লড়াইটা শেষ বল পর্যন্ত টেনে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। ৪ রানে ম্যাচটি জিতে শেষ হাসি হাসে মাহমুদউল্লাহরা। প্রথম ম্যাচে ৭ উইকেটের জয় পায় স্বাগতিকরা।
এই সিরিজ শুরুর আগে কিউইদের বিপক্ষে কোনো জয়ই ছিল না টাইগারদের। এখন নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম সিরিজ জয়ের অপেক্ষায় টাইগাররা। টানা দুই জয়ে অনেকটাই নির্ভার স্বাগতিকরা।
এদিকে, টানা দ্বিতীয় জয়ে টি-টোয়েন্টি র্যাংকিংয়ে অবিস্মরণীয় সাফল্য মাহমুদউল্লাহ বাহিনীর। টি-২০ তে এখন অস্ট্রেলিয়ার চেয়েও ভালো দল বাংলাদেশ! আইসিসির সবশেষ র্যাংকিংই তার প্রমাণ। অজিদের চেয়ে এই মুহূর্তে টাইগাররাই এগিয়ে। কদিন আগে ওদের বিপক্ষে ৪-১ এ সিরিজ জয়। এরপর নিউজিল্যান্ডের সঙ্গে টানা দুই ম্যাচ জয়ের পুরস্কার এটি।
২৩৪ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার ১০ নম্বরে থেকে ব্ল্যাক ক্যাপদের বিপক্ষে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচ জিতে তাদের ঝুলিতে জমা পড়ে ৪ পয়েন্ট। ফলে এক লাফে টাইগাররা চলে যায় সাত নম্বরে। আর দ্বিতীয় টি-২০ জিতে আরও তিন পয়েন্ট পায় স্বাগতিকরা। ফলে ২৪১ রেটিং পয়েন্টে ডমিঙ্গো বাহিনী পেছনে ফেলেছে অজিদের।