মাঠে গড়ানোর আগে থেকেই বেশ ভালোই চমক দেখাচ্ছে আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। দেশের বৃহৎ ফ্র্যাঞ্চাইজি লিগ শুরু হওয়ার আগে দলগুলোর অব্যবস্থাপনা, বিসিবির হেয়ালিপনা বেশ চমক জাগিয়েছে দর্শকদের মধ্যে। এরপর অধিনায়ক নির্বাচনের ক্ষেত্রেও চমক দেখাচ্ছে দলগুলো।
দলে তারকা ক্রিকেটার থাকতেও জাতীয় দলের রাডারের বাইরে থাকা শুভাগত হোমকে অধিনায়কত্ব দিয়ে চমক লাগিয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। একই পথে হেঁটেছিল ঢাকার ফ্র্যাঞ্চাইজিও। ঢাকা ডমিনেটর্স অধিনায়ক হিসেবে বেছে নিয়েছিলেন নাসির হোসেনকে।
তবে সবচেয়ে বেশি চমক জাগানিয়া সিদ্ধান্ত বোধ হয় নিয়েছে খুলনা টাইগার্স। দলটিতে নেতৃত্ব দেওয়ার মতো অভিজ্ঞ কিছু তারকা ক্রিকেটার থাকা সত্ত্বেও দলটি অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে ইয়াসির আলী চৌধুরি রাব্বিকে। ঘরোয়া ক্রিকেটেও এই ক্রিকেটারকে নিয়মিত নেতৃত্ব দিতে দেখা যায়নি।
এবারের বিপিএলের জন্য খুলনা ফ্র্যাঞ্চাইজি পরিকল্পনা করেই দল সাজিয়েছে। দলটি অভিজ্ঞ ক্রিকেটারদের মধ্যে তামিম ইকবাল খান, ওয়াহাব রিয়াজ, দাসুন শানাকাকে দলে ভিড়িয়েছিল। তিনজনেরই এর আগে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে। এরমধ্যে তামিম টাইগারদের ওয়ানডে এবং শানাকা শ্রীলঙ্কার রঙিন পোশাকের দলের বর্তমান অধিনায়ক।
তবে তাদের কাউকে খুলনা টাইগার্সের নেতৃত্ব দেওয়ার জন্য ভাবেনি ফ্র্যাঞ্চাইজি। এমনকি সাব্বির রহমান রুম্মন কিংবা মোহাম্মদ সাইফউদ্দিনকেও অধিনায়ক হিসেবে নির্বাচিত করেনি দলটি। বরং নতুন অভিজ্ঞতার সামনে দাঁড় করিয়ে দিয়েছে ইয়াসির রাব্বিকে। যিনি কিনা টি-টোয়েন্টি দলে নিজের জায়গাটাই এখনও পুরোপুরি পাকা করতে পারেননি।
খুলনা টাইগার্স অধিনায়ক নির্বাচনের সময় হিসেবে বেছে নিয়েছে টুর্নামেন্ট শুরুর আগের দিন। অবশ্য দলটি প্রথম দিনই মাঠে নামছে না। যার ফলে অধিনায়ক দলের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য কিছুটা সময় অবশ্য পাবেন।