মাঠের ভেতর আর বাহিরের কোহলিকে যেন মেলানো দায়! শনিবার এক রান করে আউট হওয়ার পর নিজের মেজাজ হারিয়ে বসেন এই ভারতীয় ব্যাটার। তবে কী কারণে তিনি রেগে গিয়েছিলেন সেটা এখনো পরিষ্কার নয়। তবে আজ মেহেদী মিরাজকে শুভকামনা জানিয়ে নিজের একটি জার্সি উপহার দেন এই ভারতীয় ব্যাটার।
বাংলাদেশ সফরে ভারতকে সব থেকে বড় পরীক্ষা দিতে হয়েছে টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের কাছেই। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ যে এই টাইগার ক্রিকেটারের জন্যই জেতা হয়নি রোহিত শর্মাদের।
মিরপুরের প্রথম ওয়ানডেতে অসাধারণ ব্যাটিং নৈপুণ্যে দলকে জিতিয়েছেন মিরাজ। সিরিজের দ্বিতীয় ম্যাচে করেছিলেন সেঞ্চুরি। প্রথম দুই ম্যাচে দলের জয়ের নায়ক ছিলেন তিনি, পেয়েছিলেন সিরিজ সেরার পুরস্কারও।
ঢাকা টেস্টের লড়াইটাও বেশ জমে উঠেছিলো মিরাজের নৈপুণ্যে। ছোট লক্ষ্য নিয়ে খেলতে নামা ভারতকে যেন একাই আটকে দিচ্ছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসে নিজের টেস্ট ক্যারিয়ারে নবম বারের মতো পাঁচ উইকেট তুলে নেন এই স্পিনার।
শর্টলেগে যদি মমিনুল রবীচন্দ্র আশ্বিনের ক্যাচটি তালুবন্দি করতে পারতেন, তাহলে তুলে নিতে পারতেন নিজের ষষ্ট উইকেট। সঙ্গে প্রথম বারের মতো ভারতকে টেস্টে পরাজিত করার স্বাদ নিতে পারতো বাংলাদেশ।
মিরাজের এমন পারফর্মেন্স নজর কেড়েছে সবার। তাইতো ম্যাচ শেষে নিজের জার্সিতে শুভকামনা লেখে মিরাজকে উপহার দেন বিরাট কোহলি।
বাংলাদেশি ক্রিকেটারকে উপহার দেওয়া এটাই প্রথম নয়। এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে লিটন কুমার দাসের অসাধারণ পারফর্মেন্সের জন্য নিজের ব্যাট উপহার দিয়েছিলেন ভিরাট।