অধরাই রয়ে গেলো টাইগারদের টেস্টে ভারত বধের স্বপ্ন। জয়ের আশা জাগিয়েও ঢাকা টেস্টে ভারতের মুখেই শেষ হাসি ফুটে উঠলো। আশ্বিন এবং শ্রেয়াস আইয়ারের ৭১ রানের পার্টনারশিপে ভর করে ঢাকা টেস্ট নিজেদের করে নিয়েছে ভারত।
রোববার (২৫ ডিসেম্বর) চতুর্থ দিনের শুরুতেই জয়ের জন্য ভারতের দরকার ছিলো একশ রান। বিপরীতে বাংলাদেশের প্রয়োজন ছিল ছয় উইকেটের। দিনের শুরুতেই সাকিব, মিরাজের স্পিনে তিন উইকেট হারিয়ে বসে ভারত।
জয়ের স্বপ্ন দেখা বাংলাদেশকে যেনো আটকে দিলেন আশ্বিন এবং শ্রেয়াস আইয়ার। দলীয় ৭৪ রানে আকসার প্যাটেলকে ফিরলে মাঠে নামেন আশ্বিন। আইয়ারকে সাথে নিয়ে দলকে জয়ের প্রান্তে নিয়ে যান তিনি। আইয়ার ২৯ এবং আশ্বিন ৪৬ করে অপরাজিত ছিলেন।
ঢাকা টেস্টের প্রথম ইনিংসেই পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। মমিনুলের ৮৭ রানে ভর করে ২২৭ রান সংগ্রহ করে তারা। জবাবে প্রথম ইনিংসে ৩১৪ রান করে ৮৭ রানের লিড নেয় কোহলিরা।
দ্বিতীয় ইনিংসে আবারও সেই ব্যাটিং ব্যর্থতা। ওপেনার জাকের এবং লিটনের অর্ধশতকে ভারতকে ১৪৫ রানের লক্ষ ছুঁড়ে দেয় টাইগাররা। লক্ষ্য ছোটো হলেও মিরাজের স্পিনে চাপের মুখে পড়ে ভারত। ৪৫ রানে চার উইকেট তুলে নিয়ে জয়ের আশা বাঁচিয়ে রাখে টাইগাররা।
চতুর্থ দিনের শুরুতেই উইকেট দরকার ছিলো বাংলাদেশের। আগের দিন আকসার প্যাটেল (২৬) ও জয়দেব উনাদকাট (৩) তৃতীয় দিনের খেলা শেষ করেন।
দিনের প্রথম উইকেটটি তলে নেয় অধিনায়ক সাকিব আল হাসান। এরপর মিরাজের জোড়া আঘাতে জয়ের স্বপ্ন দেখতে থাকে বাংলাদেশ।
তবে বাংলাদেশি বোলাররা আশ্বিন এবং শ্রেয়াস আইয়ারের ৭১ রানের জুটি ভাঙ্গতে ব্যর্থ হলে, তিন উইকেটের জয় নিয়েই মাঠ ছাড়ে ভারত।
স্কোরকার্ড:
- বাংলাদেশ ১ম ইনিংস: ২২৭
- ভারত ১ম ইনিংস: ৩১৪
- বাংলাদেশ ২য় ইনিংস: ২৩১
- ভারত ২য় ইনিংস: ১৪৫/৭
- ফলাফল: ভারত তিন উইকেটে জয়ী।