বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার আল আমিন হোসেনের নামে থানায় নারী নির্যাতনের অভিযোগ করেছেন তার স্ত্রী ইসরাত জাহান।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করে অভিযোগ দায়ের করেন ইসরাত জাহান।
দীর্ঘদিন ধরে স্বামী আল আমিনের হাতে অত্যাচারিত হওয়ায় থানার আশ্রয় নিতে বাধ্য হয়েছেন বলে দাবি করেছেন তিনি।
আল-আমিনের স্ত্রী ইসরাত জাহান অভিযোগ দায়েরের পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘সে অন্য মেয়ে নিয়ে থাকে, ২৫ আগস্ট আমাকে মারধর করেছে। তাই অভিযোগ দায়ের করেছি থানায়। তবে আমি আপোষ করতে চাই, আবারো সংসার করতে চাই।’
নির্যাতনের কারণে বাধ্য হয়ে হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল জানিয়েছেন ইসরাত। তবুও আল আমিনের সংসার করে যেতে চান জানিয়ে এই ক্রিকেটারের স্ত্রী বলেন, ‘আমি এই দুই সন্তান নিয়ে কোথায় যাবো। আমি অভিযোগ জানিয়েছি, পুলিশ তদন্ত করে সিদ্ধান্ত নেবে। আমি আমার ছেলেদের ভালো করে মানুষ করতে চাই।’
আরও পড়ুন: একাত্তর টিভির ক্যামেরাপার্সন সাইদুল ইসলাম রাব্বি আর নেই
বিষয়টি নিশ্চিত করে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিজুর রহমান জানান, ক্রিকেটার আল-আমিনের বিরুদ্ধে তার স্ত্রী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি যাচাই-বাছাই চলছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে ও অভিযোগের সত্যতা পেলে মামলা নথিভুক্ত হবে।
আল আমিন ২০২০ সালে সর্বশেষ খেলেছেন জাতীয় দলে। এর আগেও শৃংখলা ভঙ্গের অভিযোগ উঠেছিল এই পেসারের বিরুদ্ধে। এ কারণে ২০১৫ সালের অস্ট্রেলিয়া বিশ্বকাপ থেকে দেশেও ফেরত পাঠানো হয় তাকে।