ঢাকা টেস্টের প্রথম দিনে আগে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। মাত্র ২৪ রানে প্যাভিলিয়নে ফেরেন পাঁচ ব্যাটার। তাদের মাঝে তিনজন আবার ‘ডাক’ মারেন। ওই সময় বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে।
দিনের খেলা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পাপন জানান সেই মুহূর্তে তার মানসিক অবস্থার কথা।
পাপন বলেন, “আমি তখন প্রধানমন্ত্রীর ওখানে। উনি জিজ্ঞেস করলেন কী অবস্থা খেলার। আমি বলেছি, ‘আপা, সাহস নাই দেখার। ‘ আমি যতক্ষণ মাঠে না যাব ততক্ষণ শুনছি না (খবর)। মাঠে এসে তো চমকে গেছি। যেভাবে মুশফিক ও লিটন খেলেছে তাদের বিশেষ বাহবা পাওয়া দরকার। প্রথম টেস্টেও আমাদের দ্রুত কিছু উইকেট পড়ে, না হলে আরো বেশি হতো। এবারও প্রথম দিকে কেউ দাঁড়াতে পারেনি। “
বিসিবি সভাপতি আরো বলেন, ‘ওই সময় থাকলে হার্ট অ্যাটাক হয়ে যেত। আল্লাহর রহমত আমি ছিলাম না (মাঠে)। উইকেট প্রপার টেস্ট ক্রিকেটের মতো। উইকেটের কোনো সমস্যা নাই। ২৪ রানে ৫ উইকেট পড়ার পর মুশফিক ও লিটন যেভাবে চাপ সামলেছে এটা অসাধারণ। ‘ টেস্টে দলের ভালো পজিশন নিয়ে তিনি বলেন, ‘এটা কি শুধু আমার? (স্বস্তি)। আপনাদের হয়নি? সারা বাংলাদেশের দম আটকে যাচ্ছিল তো, আপনি কী বলেন? সেদিক থেকে তো বড় স্বস্তি। ‘