‘আম্পায়াররাও মানুষ’, ‘ক্রিকবাজ’-এ এমন শিরোনামে একটি কলাম লিখেছেন দক্ষিণ আফ্রিকার সাংবাদিক টেলফোর্ড ভাইস। সেই কলামে সাকিব আল হাসানকে ক্ষমা চাইতে বললেন ভাইস।
জানা যায় সদ্য শেষ হওয়া বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার ডারবান টেস্ট সম্পর্কে একটি টুইট করেছেন সাকিব আল হাসান। সেখানে তিনি জানান, ডারবান টেস্টে অন-ফিল্ড আম্পায়ারদের অনেক সিদ্ধান্তই বাংলাদেশের বিপক্ষে ছিল।
I think it’s time for #Icc to back to neutral umpires as covid situation is ok in most cricket playing countries. #SAvBAN— Shakib Al Hasan (@Sah75official) April 3, 2022
সাকিব টুইটে লেখেন, আমার মনে হয়, আইসিসির এখন আবার নিরপেক্ষ আম্পায়ারিংয়ের নিয়মে ফিরে যাওয়া উচিত। কারণ বেশিরভাগ ক্রিকেট খেলুড়ে দেশেই এখন কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে এসেছে।
এর প্রতিবাদেই স্বদেশী দুই আম্পায়ার হোল্ডস্টক ও ইরাসমাসের আম্পায়ারিং রেকর্ড তুলে ধরেন ভাইস। কত শতাংশ সঠিক সিদ্ধান্ত বা কত শতাংশ ভুল সিদ্ধান্ত ছিলো, আম্পায়ারিংয়ের জন্য কি কি পুরস্কার বা অ্যাওয়ার্ড পেয়েছেন, সেগুলো তুলে ধরে তিনি জানান, আম্পায়াররাও মানুষ এবং ভুল তাদেরও হতে পারে।
এরপর সাকিবকে উদ্দেশ্য করে ভাস লিখেন, সাকিবের ভালোভাবেই জানা উচিত, ম্যাচে ৪টি করে ভুল সিদ্ধান্ত হয়েছে। যার মধ্যে ৪টি গেছে বাংলাদেশের পক্ষে। আর চারটি তাদের বিপক্ষে। এজন্য হোল্ডস্টক ও ইরাসমাসের কাছে ক্ষমা চাওয়া উচিত সাকিবের। তবে আম্পায়ারদের প্রতি যে ভয়াবহ ইতিহাস আছে, তাতে এটা খুব দ্রুত পাবেন বলে মনে হচ্ছে না।
পুরো টেস্টে ১২টি বিতর্কিত ও ভুল সিদ্ধান্ত দেন দুই অন-ফিল্ড আম্পায়ার হোল্ডস্টক ও ইরাসমাস। টেস্টের প্রথম চারদিন ১১টি বিতর্কিত ও ভুল সিদ্ধান্ত ছিলো। তাই বাংলাদেশের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানিয়েছিলেন, আম্পায়াররা ভুল না করলে ২৭৪ এর পরিবর্তে ১৮০ টার্গেট পেত বাংলাদেশ।
২৭৪ রানের জবাবে নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ফলে ২২০ রানের বড় ব্যবধানে হার মানে টাইগাররা। আগামী ৮ এপ্রিল থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।