নিউল্যান্ড হ্যামিল্টনে বিজয়কে ৯ রানে ওয়ানডেন দল নির্বাচনে প্রথম জয়ের দল বাংলাদেশ নারী দল। ৫০ ওভারে ৯৩৫ রানের লক্ষ্যে ব্যাট করতে সমর্থ হয়। ৮ ও ৩৮ রানের ভিতর দিয়ে তিন ম্যাচ খেলার দেখা ফাহিমা খাতুন। ম্যাচ এই দলের বাইরের পক্ষ থেকে জানালেন, অফের স্পারেট জেতার জন্য সত্যিই খুব ক্ষুধার্ত থাকেন তারা।
স্বাগত জানাই, ‘যখন আমরা সংবাদ মাধ্যমের সঙ্গে খেলি, আমরা সত্যিই রোমাঞ্চ ওতার জেতার জন্য সত্যিই স্মরণ করি। আজ প্রচার করে আমাদের স্বাভাবিক খেলাটি খেলতে পারি। যখন আগে ব্যাট করছি, আমরা আলোচনা করছি ২৫০ রানের বেশি বলতে আমাদের জন্য সহজ হবে। দুর্ভাগ্যজনকভাবে (২৫০) করতে নাও আমাদের বোলিং খুব ভাল হয়েছে। ঠিক জায়গায় বল করে সমাধান। ‘
ফাহিমা জানান, ‘আমরা বলতাম যে বোলাররাইয়ের সময় জেতার, ব্যাটার সব রকমভাবে করতে পারছে না। থেরাপির অনেক ব্যাটাররা যেভাবে বলবেন, বোরা বেশি সাপোর্ট করবেন। আজ আমাদের একটা লক্ষ্য ছিল গত দুই ম্যাচের মানদণ্ড, অনেক ভালো মানদণ্ড। এই খেলাটাই আমরা স্বাভাবিক ক্রিকেট খেলব। নরমাল যেটা দেখাতে আমাদের কোচিং স্টাফরা, কেবলমাত্র আমরা ব্যবহার করার চেষ্টা করেছি। এবং আলহামদুলিহ আমরা সদস্য করতেছি। আমার কথা বলতে বলতে আমি বোলিংয়ে এসেছিলাম তখন আমার বোলিং, এবং আমার পাল্টা হামলাকারীরা যে বিশ্বাসটা মনে রেখেছে, আমি মনে মনে রাখতেছি (প্রতিদান)।’
বোলিং শুরু সম্পর্কে ফাহিমা বলেন, ‘আমাদের কথা ছিল ঠিক জায়গায় বলা। জাস্ট ডট বল নিব, মনে মনে। রানার চাপ থাকলে ওরাই আমাদের পেতে। কারণ অলমোস্ট ৬.৫ বা ৭ আস্কিং রেট ছিল। ঠিক কথা বলেছিল। যদি আমরা দুজনে বোলিং করতাম তাহলে উইথাউট লসে যখন একটা রান হয় তখন চিন্তার জায়গা হয়। আমরা রাতার চাপে ফেলতে পৌঁছতে পারলাম। সেক্ষেত্রে আমরা প্যানিক করেছি। দুর্ভাগ্যজনকভাবে কিছু ক্যাচ বা রানা আউট মিস হয়েছে। কিন্তু পরে অনেক ভালো বোলিং ও ফিল্ডিং করে আমরা কাভার করতেছি। যার কারণে জয় আমাদের দিকে।’