চলতি আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্রথম অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, দ্বিতীয় নাঈম ইসলাম এবং সবশেষ আফিফ হোসেন। তিন শহরে তিন অধিনায়ক। ঢাকার প্রথম পর্বে মিরাজ, চট্টগ্রামে নাঈম আর সিলেটে আফিফ হোসেন।
কে জানে বিপিএল আবার ঢাকায় ফিরলে কার কাঁধে ওঠে এই গুরু দায়িত্ব! সিলেট পর্বের প্রথম ম্যাচে আফিফকে নেতৃত্ব দিয়ে একাদশেই রাখা হয়নি নাঈম ইসলামকে।
কেন নাঈমকে একাদশে রাখা হয়নি বা নেতৃত্ব কেন কেড়ে নেওয়া হয়েছে এর কোনো উত্তর দিতে পারেননি নতুন অধিনায়ক আফিফ হোসেন। টস করতে এসে আফিফকে প্রশ্নের সম্মুখীন হতে হয়, নাঈম কেন একাদশে নেই।
এর আগে মিরাজকে সরিয়ে নাঈমকে নেতৃত্ব দেওয়ায় বেশ বড় রকমের ঝামেলার মুখোমুখি হতে হয় দলটিকে। সে সময় মিরাজ দোষ দেন দলের সিওও ইয়াসির আলমের।
শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পর্যন্ত গড়ায় ঘটনা। তবে নিষ্পত্তি হয় সহজে। তবে এবার এই ঘটনা কতদূর যায় সেটাই দেখার বিষয়।
মাঠের বাইরের খেলায় চট্টগ্রাম সবার থেকে এগিয়ে থাকলেও মাঠের খেলায় বেশ নাজুক অবস্থার মধ্য দিয়েই যাচ্ছে। মিরাজের নেতৃত্বে ২টি ও নাঈমের নেতৃত্বে ১টি ম্যাচ জেতা ছাড়া এ পর্যন্ত ৮ ম্যাচ খেলে হেরেছে ৫টিতে। আজ ঢাকার বিপক্ষে হারলে লিগ পর্বেই শেষ হয়ে যাবে চট্টগ্রামের মিশন।